সংবেদি অঙ্গসমূহের গঠন, কাজ এবং এর যত্নে সচেতনতা। ৬ষ্ঠ শ্রেণি [৫ম সপ্তাহ] বিজ্ঞান

৬ষ্ঠ শ্রেণীর ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইট allexamresult.com প্রকাশ করেছি। আপনি যদি ৬ষ্ঠ শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কেননা আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান এসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমরা আমাদের বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রথম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর তৈরি করেছি। তাই শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এসাইনমেন্ট এর নমুনা উত্তর টি ডাউনলোড করে খুব সহজেই অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে।

ষষ্ঠ শ্রেণীর এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট এর প্রশ্ন পেয়েছেন কিন্তু উত্তর পাননি। তাদের জন্য আমাদের আজকের ৬ষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের উত্তরের এই পোষ্ট। ফলে শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের কাঙ্ক্ষিত ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহ এর উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যা শিক্ষার্থীদের নির্ভুলভাবে এসাইনমেন্ট তৈরি করে বিদ্যালয় জমা প্রদান করতে সহযোগিতা করবে। ৬ষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

Table of Contents

৬ষ্ঠ শ্রেণী বিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর 2022

৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই ভাবছে আমরা ইতোমধ্যে ৫ম সপ্তাহের প্রশ্ন পেয়েছি কিন্তু উত্তর কোথায়? তাদের সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আমরা আমাদের আর্টিকেল এর এই পর্বে ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করেছি। শিক্ষার্থীদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ৬ষ্ঠ শ্রেণি ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট নমুনা উত্তরটি ভালোভাবে পড়ে বুঝে নিজে নিজে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য অনুরোধ করা হলো। এত করে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে। তাই শিক্ষার্থীরা চলো আর দেরি না করে ৬ষ্ঠ শ্রেণীর ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। যা আমাদের ওয়েবসাইটের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।

উত্তরঃ

ক) চোখের অন্তঃগঠনের চিহ্নিত চিত্রঃ

খ) নিচে চোখের লেন্স, রেটিনা ও আইরিশের যথাযথভাবে কাজ বর্ণনাঃ

লেন্স : পিউপিলের পেছনে একটি দ্বি-উত্তল লেন্স থাকে । লেন্সটির মাঝখানের দুই দিক উঁচু আর আগাটা সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানাে থাকে এ পেশিগুলাে সংকুচিত ও প্রসারিত হতে পারে। এদের সংকোচন প্রসারণ দরকার মতাে লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে।
রেটিনা : রেটিনা অক্ষিগােলকের সবচেয়ে ভিতরের স্তর । এটি একটি : আলােক সংবেদি স্তর। এখানে রড ও কোন নামে দুই ধরনের কোষ রয়েছে। চোখের লেন্সটি চক্ষু গােলককে সামনে ও পেছনে দুইটি অংশে বিভক্ত করে। এই অংশগুলােকে প্রকোষ্ঠ বলে । সামনের প্রকোষ্ঠে জলীয় এবং পেছনের প্রকোষ্ঠে এক বিশেষ ধরনের জেলীর মতাে তরল পদার্থ থাকে, যা চক্ষুগােলকে আলােকরশি প্রবেশ পষ্টি সরবরাহ এবং চক্ষগােলকের আকার বজায় রাখতে সহায়তা করে
আইরিশ : কর্নিয়ার পেছনে কালাে গােলাকার পর্দা থাকে। একে আইরিশ বলে। আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে, যাকে পিউপিল বলে । আইরিশ পেশি দিয়ে তৈরি। একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি আইরিশের পেশিগুলাে সংকুচিত ও প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছােট বড় হতে পারে। এর ফলে আলােকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে।

গ) কানের কাজ ও যত্নঃ

অন্তঃকর্ণ একটি অডিটরি ক্যাপসুল অস্থির মধ্যে অবস্থিত । অন্তঃকর্ণ দুটি প্রধান প্রকোষ্ঠে বিভক্ত।
(ক) ইউট্রিকুলাস : অন্তঃকর্ণের এ প্রকোষ্ঠটি তিনটি অর্ধবৃত্তাকার নালি দিয়ে গঠিত। এদের ভিতরে আছে খুব সূক্ষ্ম ললামের মতাে স্নায়ু ও রস। নালির ভিতরের এ রস যখন নড়ে বা আন্দোলিত হয়, উদ্দীপ্ত হয়। আর তখনই সে উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছায় তখনই স্নায়ুগুলাে
(খ) স্যাকুলাস : অন্তঃকর্ণের এই প্রকোষ্ঠের চেহারা অনেকটা শামুকের মতাে প্যাচানাে নালিকার মতাে। একে ককলিয়া বলে। ককলিয়ার ভেতরে শ্রবণ সংবেদি কোষ থাকে প্যাচানাে নালিকা এক ধরনের রসে পূর্ণ থাকে । কানের যত্ন : কান আমাদের শ্রবণ ইন্দ্রিয় কানের সমস্যার কারণে আমরা বধির হয়ে যেতে পারি। কানের যত্ন নেওয়ার জন্য যা করতে হবে, তাহলে
  • নিয়মিত কান পরিষ্কার করা।
  • গােসলের সময় কানে যেন পানি না ঢােকে সেদিকে সতর্ক থাকা ।
  • কানে বাইরের কোনাে বস্তু বা পােকামাকড় ঢুকলে ডাক্তারের পরামর্শ নেওয়া।
  • উচ্চ শব্দে গান না শুনা ।

ঘ) স্বাদ ইন্দ্রিয়ঃ

জিভ বা জিহ্বা দিয়ে আমরা খাদ্যবস্তুর টক, ঝাল, মিষ্টি, তিতা স্বাদ গ্রহণ করে থাকি। এটা আমাদের স্বাদ ইন্দ্রিয়। নিচে এর কাজ ও যত্ন ব্যাখ্যা করা হলাে –

জিহ্বার কাজঃ
  • খাদ্যের স্বাদগ্রহণ করা।
  • খাবার গিলতে সাহায্য করা। খাদ্যবস্তুকে নেড়েচেড়ে দাঁতের নিকট পৌঁছে দেয়। ফলে খাদ্যবস্তু চিবানাে সহজতর হয় । খাদ্যবস্তুকে লালার সাথে মিশ্রিত করতে সাহায্য করে। জিহ্বা আমাদের কথা বলতে সাহায্য করে।
জিহ্বার যত্ন খাদ্য পরিপাকের জন্য জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ।
জিহ্বার যত্ন নিতে হলে যা করতে হবে তা হলাে
  • দাঁত ব্রাশ করার সময় নিয়মিত জিহ্বা পরিষ্কার করা।
  • শিশুদের নিয়মিত জিহ্বা পরিষ্কার করা উচিত।
  • তা না হলে জিহ্বায় ছত্রাকের সংক্রমণ হতে পারে অনেক রােগের কারণে জিহ্বার উপর সাদা বা হলদে পর্দা পড়ে।
  • জ্বর হলে সাধারণত এটা হয়। এ সময় পানিতে লবণ গুলে কুলকুচি করলে ভালাে ফল পাওয়া যায়।
শিশুদের জিহ্বা নিয়মিত পরিষ্কার না করলে জিহ্বার উপর দইয়ের মতাে দেখতে ছােট ছােট দাগ দেখা দেয়এটা এক প্রকার ছত্রাকের সংক্রমণ থেকে হয়।মুখ জিহ্বায় ঘা হলে অতি তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে।

See More:

Class 6 Math [5th week] Assignment 2022। PDF Questions Answer Download

Check Also

বাংলাদেশের লােকশিল্পের বিলুপ্তির কারণ এবং লােকশিল্প সংরক্ষণের উপায়।

৮ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। প্রিয়  ৮ম শ্রেণীর …