প্রবাস বন্ধু রচনায় প্রতিফলিত সমাজ ও সংস্কৃতির পরিচয়। ১০ম শ্রেণি [৩য় সপ্তাহ] বাংলা

১০ম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। প্রিয়  ১০ম শ্রেণীর 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ইতোমধ্যে ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন তাদের অফিসিয়াল ওয়েবসাইটের প্রকাশ করেছে। ফলে শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিজ নিজ বিদ্যালয়ে জমা প্রদান করা বাধ্যতামূলক।

তাই দেরি না করে চলুন ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওই অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছি। আপনি যদি ১০ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে আপনার কাঙ্খিত ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর পেয়ে যাচ্ছেন। উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

১০ম শ্রেণীর ৩য় সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২

যেহেতু প্রতিটি অ্যাসাইনমেন্টের উত্তর এর পূর্বে তার প্রশ্ন দেখে নেয়া জরুরী। তাই আমরা অ্যাসাইনমেন্টের উত্তর এর পাশাপাশি এর প্রশ্ন তুলে ধরেছি। যাতে করে শিক্ষার্থীরা প্রশ্ন দেখে খুব সহজেই আমাদের ওয়েবসাইট থেকে প্রশ্নের নং অনুযায়ী অ্যাসাইনমেন্টের উত্তর দাও করে নিতে পারে। ফলে এ সপ্তাহ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে অনুরোধ হলো তারা অবশ্যই বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন দেখে বুঝে এবং প্রশ্নের নং অনুযায়ী অ্যাসাইনমেন্ট এর নমুনা উত্তর ডাউনলোড করে নিজস্ব মেধা খাটিয়ে আরো সংযোজন করে অ্যাসাইনমেন্ট তৈরি করে নেবে। নিচে প্রশ্ন দেওয়া হল।

শিরোনামঃ

‘প্রবাস বন্ধু’ রচনায় প্রতিফলিত সমাজ ও সংস্কৃতির পরিচয়।

শিখনফলঃ

  • পরিচিত জগৎ ও নিজের অভিজ্ঞতার বিষয় ব্যাক্ত করতে পারবে
  • অপর জাতি,দেশ ও এর সংস্কৃতির প্রতি শ্রদ্ধার মনােভাব প্রকাশ করতে হবে।

নির্দেশনাঃ

পাঠ্য বই থেকে প্রবাস বন্ধু’ রচনাটি পড়তে হবে।

প্রশ্নঃ

  1. সমাজ ও সংস্কৃতির ধারণা দিতে হবে।
  2. প্রবাস বন্ধু’ অবলম্বনে আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির পরিচয় দিতে হবে।
  3. বাংলাদেশের সঙ্গে। আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির তুলনা করতে হবে।
  4. প্রবাস বন্ধু’ রচনায় লেখকের যে রসবােধের পরিচয় পাওয়া যায়, তা লিখতে হবে।

১০ম শ্রেণীর ৩য় সপ্তাহ বাংলা এসাইনমেন্ট উত্তর 2022

আপনি কি ১০ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী? ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের বাংলা এসাইনমেন্ট নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর চাচ্ছেন? তাহলে চলুন দেরী না করে ১০ম শ্রেণীর ৩য় সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। যেহেতু আমরা আমাদের ওয়েবসাইটের বিশেষজ্ঞ শিক্ষকমন্ডলী ধরার সপ্তাহ শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর তৈরি করেছি। তাই শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে উত্তর ডাউনলোড করে সর্বোচ্চ নম্বর পেয়ে যেতে পারেন।

উত্তরঃ

ক) সমাজ ও সংস্কৃতিৰ ধাৰণাঃ সমাজ বলতে মূলত এমন এক ব্যবস্থা বােঝায়, যেখানে একাধিক চবিত্র একত্রে কিছু নিয়ম-কানুন প্রতিষ্ঠা কবে একত্রে বসবাসের উপযােগী পরিবেশ গড়ে তােলে। মানুষের ক্ষেত্রে একাধিক ব্যক্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম-কানুন তৈরি কবে; এরকম একত্র বসবাসের অবস্থাকে সমাজ বলে।
সমাজের সদস্য হিসেবে অর্জিত নানা আচরণ, যােগ্যতা এবং জ্ঞান, বিশ্বাস, শিল্পকলা, নীতি, আদর্শ, আইন, প্রথা ইত্যাদির এক যৌগিক সমন্বয় হল সংস্কৃতি। সংস্কৃতি হল মানব সৃষ্ট এমন সব কৌশল বা উপায় যার মাধ্যমে সে তার উদ্দেশ্য চরিতার্থ করে।

খ) আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির পরিচয়ঃ

প্রবাস বন্ধু সৈয়দ মুজতবা আলীর ‘দেশে বিদেশে গ্রন্থের পঞ্চদশ অংশ। প্রতিবেশী দেশ আফগানিস্তানের একটি অন্যতম সংস্কৃতি হলাে সেখানে গুরুজনদের দিকে তাকাতে নেই। এছাড়াও এছাড়াও ভূমি, পবিবেশ; সেখানকার মানুষ ও তাদের সহজ-সরল জীবনাচরণ, বিচিত্র খাদ্য ইত্যাদি হাস্যরসাত্মকভাবে এই বচনায় ফুটিয়ে তােলা হয়েছে। লেখকের আফগানিস্তান ভ্রমণের আংশিক অভিজ্ঞতার পরিচয় আছে এখানে।
আফগানিস্তানের রাজধানী কাবুলের সন্নিকটে থাজামােল্লা নামক গ্রামে বাসের সময় আবদুব বহমান নামের একজন তার দেখভালের দায়িত্বে ছিলেন। আফগান আবদুর রহমান চরিত্রের মধ্যে সরলতা, স্বদেশপ্রেম, অতিথিপরায়ণতা ফুটে উঠেছে। আবদুর বহমানের বান্না ও পরিবেশন করা খাবাবের মধ্যে আফগানিস্তানের বিচিত্র ও সুস্বাদু খাদ্যবস্তুর পরিচয় পাওয়া যায়।
পাওয়া আফগানিস্তানের প্রস্তুবভূমি এবং একই সঙ্গে নিকটপ্রতিবেশী এই জনপদের বরফশীতল জলবায়ু আকর্ষণীয়। আব্দুর রহমানের সরল আতিথেয়তায় কথনাে লেখকের ধৈর্যচ্যুতি ঘটলেও শেষ অবধি সৈয়দ মুজতবা আলী একে গ্রহণ করেছেন শ্রদ্ধার সঙ্গে।
গ) বাংলাদেশের সঙ্গে। আফগানিস্তানের সমাজ ও সংস্কৃতির তুলনাঃ

ঘ) প্রবাস বন্ধু’ রচনায় লেখকের যে রসবােধের পরিচয় পাওয়া যায়ঃ

১) ‘তােমার বপুটার সঙ্গে আমার তনুটা মিলিয়ে দেখাে দিখিনি।’ আফগানিস্তানে লেখকের সেবক আবদুর রহমানকে তার বিশাল দেহের সাথে লেখকের ক্ষীণ দেহ মিলিয়ে দেখার প্রসঙ্গে আলােচ্য উক্তিটি করা হয়েছে।
২) বাত দুটোয় খাবার জুটলেও জুটতে পাবে। আবদুর রহমানের বান্নার আযােজন দেখে লেখক মনে করেছিলেন রান্না করতে অনেক রাত হয়ে যাবে। তাই তিনি রসিকতা কবে একথা বলেছেন।
৩) কার গােয়াল, কে দেয় ধুয়াে চাকর আবদুর রহমান খাওয়াতে পেরে আনন্দিত। সে অবস্থায় তাকে খেতে বলা অর্থহীন- এ প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে।
আবদুর রহমান লেখককে পানশিবের বরফ পতনের সৌন্দর্যের বর্ণনা দিয়ে বলে সাতদিন জানালার ধারে বসে থেকে শুধু এর সৌন্দর্য দেখে কাটানাে যায়। তাই লেখক পানশিবে যেতে চাইলে আবদুর রহমান অনেক খুশি হয়। এতে আবদুর রহমান খুশি হলে লেখক মজা কবে বলেন, তিনি পানশিবে যানে আবদুর রহমানের খুশির জন্য নয়, বরং নিজের প্রাণ বাঁচানাের জন্য। কেননা, আবদুর রহমান যদি পানশিবে বসে থাকেন তবে লেখকের রান্না করার মানুষ থাকবে না।
আরও দেখুনঃ

Check Also

৭ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2022। Class 7 {3rd-Week} Science

সপ্তম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এসাইনমেন্ট শেষ হতে না হতেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের …