রবির বাবার দুই বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো।

এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্র এর এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ এবং নির্ভুল সমাধান এখানে প্রকাশ করা হলো। আপনারা যারা এইচএসসি অর্থনীতি দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ সমাধান খুজছেন তারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি দ্বিতীয় সপ্তাহের অন্যান্য সাবজেক্ট এর পাশাপাশি অর্থনীতি দ্বিতীয় পত্রের সমাধান প্রকাশ করেছি। এইচএসসি অর্থনীতি দ্বিতীয় সপ্তাহের পূর্ণাঙ্গ সমাধান ডাউনলোড করতে পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। আমরা শুরুতে প্রশ্ন এবং পরে প্রশ্ন অনুযায়ী ধারাবাহিকভাবে লিখিত এবং এর পিডিএফ উত্তর প্রকাশ করেছি। প্রশ্ন অনুযায়ী আপনার কাঙ্খিত উত্তর ডাউনলোড করে নিন।

আরও দেখুনঃ

এইচএস সি বাংলা ২য়-পত্র অ্যাসাইনমেন্ট উত্তর 2021। [৩য়-সপ্তাহ] পিডিএফ উত্তর ডাউনলোড

HSC English 2nd Papaer Assignment Answer 2021- dshe.gov.bd [৩য়-সপ্তাহ] ইংরেজি অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর 

অর্থনীতি [২য় সপ্তাহ] অ্যাসাইনমেন্ট নির্ধারিত কাজ বা প্রশ্ন

অর্থনীতি ২য় পত্র অ্যাসাইনমেন্টঃ

রবির বাবার দুই বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির আলোকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত করো।

নির্দেশনা/সংকেতঃ

  1. বাংলাদেশের কৃষির পরিবর্তনের ধারা।
  2. জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরণে অভিযোজনের উপায় অনুসন্ধান। কৃষিতে পারমাণবিক শক্তি, জৈবপ্রযুক্তি, আইসিটি এর ব্যবহারের সুফল।
  3. কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি, সরকারের গৃহীত নীতির কর্মসূচির সাফল্য মূল্যায়ন।

অর্থনীতি [২য় সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর 2021

এইচএসসি দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত অর্থনীতি দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের উত্তর নিচে তুলে ধরা হলো।

রবির বাবার ২ বিঘা কৃষি জমি আছে। উক্ত জমির অলােকে একটি টেকসই পরিবেশ বান্ধব একটি কৃষিভিত্তিক প্রকল্পের রূপরেখা প্রস্তুত কর।

উত্তরঃ

(ক) বাংলাদেশের কৃষি পরিবর্তনের ধারাঃ

বাংলাদেশে বর্তমানে কৃষিতে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। স্বাধীনতার কৃষি উৎপাদনযােগ্য ভূমির পরিমান বৃদ্ধি পায়নি। অথচ প্রতি মুহুর্তে বৃদ্ধি, খাদ্যগ্রহনকারীর সংখ্যা। বিদ্যমান কৃষিভূমিতে বসতবাড়ি নির্মান গরায়নের ফলে কৃষি উৎপাদনযােগ্য ভূমির পরিমান ব্যাপক ভাবে হ্রাস পাওয়া স্বত্তেও কৃষি উৎপাদনে বাংলাদেশের সফলতা বিশেষভাবে উল্লেখযােগ্য পরিবর্তন উৎপাদনের কলাকৌশল, উপকরনসমূহের প্রয়ােগ, উজিদ ও প্রানিজ সম্পদ পরিচর্যা, উৎপাদনের পরিমান ইত্যদি ক্ষেত্রে বেশী লক্ষনীয়।

খাদ্যশস্য উৎপাদনঃ

ক) বর্তমানকালে বিভিন্ন শস্যের প্রচলিত বীজের পরিবর্তে উদ্ভাবিত নতুন নতুন জাতের উচ্চ ফলনশীল বীজের ব্যৰ এমন বাড়ছে। বিশেষ করে ধান উৎপাদনের ক্ষেত্রে তা বিশেষভাবে লক্ষনীয়। বর্তমানে প্রায় ৩৭ টি উচ্চ ফলনশীল ধানের চাষ হচ্ছে।

খ) মানুষ ও পশুচালিত লাঙলের পরিবর্তে পাওয়ারটিলার, ভাড়ায় চালিত ট্রাক্টর বাহিত লাঙল মাড়াই যন্ত্র ইত্যাদির ব্যবহার চলছে।

গ) গােবরের সারের পরিবর্তে বিভিন্ন ধরনের কৃত্রিম সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযােগ্য। বেড়েছে। বৃষ্টিপাতের পরিবর্তে যন্ত্রনির্ভর পানিসেচের ব্যবহার বৃদ্ধি পেয়েছে

ঘ) শস্য বহুমুখীকরণও শস্য উৎপাদনে পরিবর্তনের ধরার আর একটি রূপ। আবার এক জমিতে এখন বছরে দুটি তিনটি শস্যের চাষ চলছে। ঙ) কৃষক তার জমির আইলে ফলের গাছ লাগাচ্ছে, জমি পতিত না রেখে সেখানে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছে। ফলে নিবিড় চাষের মাত্রা ও আওতা বাড়ছে।

চ) শস্য উৎপাদনের পরিমানেও এসেছে দারুন পরিবর্তন।

( খ ) জলবায়ু পরিবর্তনজনিত সংকট উত্তরনে অভিযােজনের উপায়ঃ

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে অভিযােজনের কোনাে বিকল্প নেই। জলবায়ু গরিবর্তন একটি স্বাভাবিক গ্রাকৃতিক ঘটনা। প্রকৃতি তার আপন নিয়মেই প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। পরিবর্তিত জলবায়ুর সঙ্গে থাপ থেযে বেঁচে থাকাই অভিযােজন । জলবায়ু পরিবর্তলের সাথে অভিযােজনের সম্পর্ক অ নিবিড়। জলবায়ু পরিবর্তন যেহেতু রােধ করা যাবেনা তাই এর সাথে অভিযোজিত হয়ে বেঁচে থাকাই একমাত্র উপায়। একটি কার্যকর অভিযােজন গ্রহণের জন্য নানা ধরনের সক্ষমতার প্রয়ােজন হয়। এ সক্ষমতা কেবল অর্থ তিক সক্ষমতা নয়। এর সাথে সম্পৃক্ত আছে প্রযুক্তিগত , সামাজিক ও মভিজতাজাত দক্ষতাও।

সন্দেহ নেই , একটি টেকসই অভিযােজন ব্যবস্থা গড়ে তােলার জন্য প্রয়ােজন টেকসই অর্থনৈতিক ভিত্তি। প্রযুক্তিতাে লাগবেই। তবে ,তার চেয়েও বেশি প্রয়াজন অভিযােজনের প্রেক্ষাপট বিবেচনা করে সাথে লাগানসই প্রযুক্তির ব্যবহার। এ প্রযুক্তিভিত্তিক অভিযােজনের জন্য অর্থনৈতিক বিনিয়ােগ প্রধান নিয়ামক।

আন্তর্জাতিক পরিবেশ আইনে অভিযােজন ক্ষমতা বৃদ্ধির জন্য আন্ত:রাষ্ট্র সাহায্যের কথা বলা আছে, রাষ্ট্রসমূহও নিজ নিজ পরিমন্ডলে আইন প্রণয়ন করে অভিযােজনের ওপর গুরুত্ব আরােপ করেছে। আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মােকাবিলায় সরকার গত সাড়ে ৫ বছরে ২৯০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে এসব অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এই যে জলবায়ু অভিযােজন তারও কয়েকটি ধাপ আছে। একটি হলাে পরিবেশ দূষণকারী উপাদানগুলােকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা। যাকে বলা হয় প্রশমন বাMitigation- এ প্রক্রিয়ায় পরিবেশ দূষণকারী উপাদানগুলােকে হ্রাস করার কথা বলা হয়। নতুন প্রযুক্তি ও নবায়নযােগ্য শক্তি ব্যবহার করে আরাে কার্যকর ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করাই এর মূল কথা। সাথে ব্যবহারকারীর আচরণগত পরিবর্তন করে একই ফল প্রযুক্তির ব্যবহার করে পরিবেশ উন্নয়নে অবদান রাখা যায় এ অভিযােজন প্রক্রিয়ায়।

তৰে , অভিযােজন জলবাযু ঝুঁকি মােকাবেলার একমাত্র পথ নয়। পরিবেশ দূষণ হ্রাস করা বা গ্রীন হাউস গ্রাস নির্গমন হ্রাস করাই সবেচেয়ে বড় কথা একাজে উন্নত বিশ্বকে এগিয়ে আসতে হবে। কারণ, তারাই প্রধান উদগীরণকারী দেশ। জলবায়ু পরিবর্তনের জন্য বিশ্বের সব দেশ সমানভাবে দায়ী নয়। উন্নত দেশগুলাের দায় বেশি। যেসব উন্নত দেশ অধিক গ্যাস উদগীরণ করে জলবায়ু পরিবর্তন উপশমে বা অভিযােজন প্রক্রিয়ায় তাদেরই এগিয়ে আসতে হবে – সহায়তার হাত বাড়াতে হবে।

কৃষিতে পারমাণবিক শক্তি, জৈব শক্তি , ব্যবহারের সুফলঃ

আমাদের অর্থনীতির মূল শক্তি কৃষি ও শিল্প কারখানা চালু রাখা নতুন শিল্প কারখানা সর্বোপরি আমাদের প্রতিদিনের জীবন যাত্রা জন্য বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার ২০৩০ সাল । দেশের মােট বিদ্যুৎ চাহিদার ১০ পারমাণবিক শক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। আর এই প্রকল্প বাস্তবায়নের কাজও অনেক দূর এগিট আর এই বিদ্যুৎ কেন্দ্রে নাম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এর দিয়ে ৩৩ তম দেশ হিসেবে বাংলাদেশে প্রবেশ করবে অভিজাত নিউক্লিয়ার ক্লাবে । গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাশিয়ান ফেডারেশন এর মধ্যে ২০০৯ এর ১৩ মে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ে একটি সমঝােতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরপরে ২০১০ এর ২১ মে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট এবং ২০১১ এর মানিক ১২ শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুই ইউনিট রমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযােগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

বায়ােটেকনােলজি বা জৈব প্রযুক্তিঃ

বায়ােটেকনােলজি বা জৈব প্রযুক্তি কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরনে বায়ােটেকনােলজি বিকল্প নেই। ফসলের ফলন বৃদ্ধি , কাঙ্খিত জাত উদ্ভাবন , পােকামাকড় রােগবালাই প্রতিরােধী জাত উদ্ভাবন , লবনাক্ততা সহ্য ক্ষমতার জাত , বন্যা – খরা – শৈত্য প্রবাহ সহ্য ক্ষমতা জাত উদ্ভাবন , বড় আকৃতির ফলফুল , সবজি মাছ – পশু পাখি উৎপাদন , অল্প সময়ে লাখ লাখ চারা উৎপাদন , চাহিদামত জাত উদ্ভাবনসহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বায়ােটেকনােলজির ভূমিকা অপরিসীম যুক্তরাষ্ট্রে বিশ্বের ৫০ ভাগ বায়ােটেক ফসল চাষ হয়।

এছাড়া – চীন , আর্জেন্টিনা , কানাডা , ব্রাজিলসহ বিশ্বে বিভিন্ন দেশ বায়ােটেক শস্যের প্রতি দ্রুত আর্কষন দেখে মনে হয় , বাণিজ্যিক এবং উন্নয়নশীল দেশগুলাের বৃহৎ এবং ক্ষুদ্র উভয় প্রকার ভােক্তা , কৃষক এবং উৎপাদনক্ষমতা , পরিবেশ, অর্থনীতি , স্বাস্থ্য , এবং সামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। বিজ্ঞানীদের ধারনা- বায়ােটেক ফসলই একমাত্র ক্ষুধামুক্ত করতে পারে।

তথ্য প্রযুক্তি /আইসিটিঃ

তথ্য প্রযুক্তি ও কৃষি বর্তমান বিশ্ব তথ্য – প্রযুক্তির বিশ্ব জীবন উন্নয়ন ও টেকসই বিশ্ব গড়তে তথ্য প্রযুক্তির সেবা আবশ্যক। বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর। সে কারণে গ্রামীণ জনগােষ্ঠির জীবনযাত্রা উন্নয়নে তথ্যপ্রযুক্তিভিত্তিক ই – কৃষি এনে দিতে পারে নতুন সম্ভাবনা। কৃষকের চাহিদা মাফিক , সঠিক সময়ােপযােগী ও আধুনিক তথ্য , বাজারজাতকরণ , সংরক্ষণ প্রযুক্তি ইন্টারনেট ,মােবাইল এর মাধ্যমে সরবরাহ করলে তা খাদ্য। পত্তা নিশ্চিতকরণ এবং কৃষকের ভাগ্যোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তি কেন ? পরিবর্তিত জলবায়ু ও বাজার অর্থনীতির প্রভাবে কৃষি এখন বেশ ঝুঁকিপূর্ণ। আন্তর্জাতিক বাজারনীতি , অর্থনীতি , বিপণন অবকাঠামাে বৈচিত্রের পরিবর্তন কৃষিকে সত্যিকার অর্থেই হুমকির মুখে পড়েছে। বিরাজমান সমস্যা হচ্ছে গ্রামীণ পর্যাযে কোন তথ্য কেন্দ্র নেই। কৃষকরা তথ্য – প্রযুক্তির ডিজিটাইজেশন অপ্রতুল। কৃষক সংগঠন ও সমবায় ব্যব অভাব। বাজার অবকাঠামাে ও বিপণন ব্যবস্থার সাপ্লাই চেইন অভাব। উৎপাদক ও ভােক্তাবান্ধব কৃষি ব্যবস্থার উন্নয়ন অসম । কৃষিঋণ ও কৃষি ভর্তুকির সরকারি তথ্য সরবরাহ সমপ্রচার অপর্যাপ্ত। সময়ােপযােগী ও চাহিদাভিত্তিক তথ্যের বিস্তার কম।

এসব সমস্যার স্থায়ী সমাধান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ই -কৃষির ব্যবহার আনতে পারে কাঙ্ক্ষিত সাফল্য। তথ্য প্রযুক্তির বাস্তবায়নের কৌশল ই-কৃষি : জাতীয় কৃষি নীতিতে ই – কৃষি অন্তর্ভুক্তকরণ। ইউনিয়ন পর্যায়ে কৃষি তথ্য কেন্দ্র সমপ্রসারণ। কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের আইসিটি বিষয়ে উৎসাহী ও প্রশিক্ষিতকরণ। কৃষকবান্ধব ই – কৃষি কনটেন্ট তৈরি ও ব্যবহার। কৃষি ভিত্তিক ওয়েবসাইট , ওযেব টিভি , ওয়েব বেতার চালু করা । কমিউনিটি বেতার চালুকরণ। পূণার্স কৃষি চ্যানেল প্রতিষ্ঠা ও সমপ্রচার। টেরিস্ট্রিয়াল ও স্যাটেলাইট চ্যানেলে কৃষি বিষয়ক অনুষ্ঠানের সমপ্রচার সময় বৃদ্ধি। কমিউনিটি পর্যায়ে কৃষি তথ্য ও যােগাযােগ কেন্দ্র স্থাপন : আধুনিক কৃষি তথ্য সেবা প্রদানের জন্য কমিউনিটি পর্যায়ে ওয়ানস্টপ সার্ভিসের আদলে কৃষিভিত্তিক যাবতীয় তথ্য প্রদানের ব্যবস্থা করা।

বর্তমানে কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার অনেক বেড়েছে। এ ক্ষেত্রে সরক বেসরকারি প্রতিষ্ঠান সবার অবদান রয়েছে। কৃষকদের আইসিটি ব্যব করার ক্ষেত্রে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে যেন তথ্যের ওপর আস্থা রাখতে পারেন , সে বিষয় সবাইকে লক্ষ রাখতে কৃষক যাতে কম খরচে সেবা পেতে পারেন।

(গ)কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি , সরকারের গৃহীত নীতি ও কর্মসূচিঃ

কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্ব খাত। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক – পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি থকে । তার চেয়েও বড় কথা কৃষি এ দেশের জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপ প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। এখনও এ দেশের বিপুল জনসংখ্যার কর্মসংস্থানও হয়ে থাকে কৃষিকে অবলম্বন করেই। ফলে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য সরবরাহ নিশ্চিতকরণ , জীবনযাত্রায় মানােন্নয়ন। কর্মসংস্থান সৃষ্টি করতে হলে কৃষিক্ষেত্রে যে অধিকতর মনােযােগ দিতে হবে রুতেই ২০০৯ সনে নির্বাচিত হয়ে মহাজোট সরকার সেটি অনুধাবন করতে হয়। গত অর্ধযুগ ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন।

দেশে কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য বর্তমান সরকার আরও যেসব ব্যবস্থা গ্রহণ করেছে তার মধ্যে উল্লেখযােগ্য হলােঃ

১। বর্তমান সরকারের আমলে কৃষি যান্ত্রিকীকরণ আরও গতিশীল হযেছে। খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ‘ প্রকল্পের মাধ্যমে ভর্তুকি প্রদানের মাধ্যমে ২৫% কম মূল্যে ৩৫ টি জেলায় ৩৮ হাজার ৩২৪ টি বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি সরবরাহ করেছে। তাছাড়া বিএআরআই এবং বিআরআরআই কর্তৃকউদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি মােট মূল্যের ৬০% পর্যন্ত ভর্তুকি মূল্যে কৃষকের নিকট সরবরাহ করে যাচ্ছে। সরকার বন্যা , আইলা , সিডর, মহাসেনসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ফসল উৎপাদনে প্রণােদনা প্রদান করেছে ও কৃষি পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেছে।

২। ভূ – উপরিস্থ পানি ব্যবহার করে ভূ – অভ্যন্তরস্থ পানি উত্তোলন হ্রাস করার লক্ষ্যে বর্তমান সরকার ক্ষুদ্র সেচ কার্যক্রম জোরদার করেছে। দেশের জলাবদ্ধ এলাকা , হাওর ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন ক্ষুদ্র সেচ কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে ভূ উপরিস্থ পানি ব্যবহারকে সরকার গুরুত্ব দিয়েছে । সেচ সুবিধা বৃদ্ধির জন্য সেচের আওতা বাড়ানাে হয়েছে। ড্যাম , পাহাড়ে ঝিরি বাঁধ , রাবার ড্যাম ইত্যাদি নির্মাণ করা হয়েছে।

৩। কৃষি পণ্যের বিপণন ব্যবস্থার উন্নয়ন সাধন বর্তমান সরকারের আরেকটি সাফল্য | পাইকারি বাজার সৃষ্টি , গ্রোয়ান্স মার্কেট , স্থাপন , রিফার ভ্যান পণ্য বিপণন , নতুন উদ্যোক্তা সৃষ্টি ইত্যাদি কর্মকাণ্ডের মাধ্যমে বিপণন ব্যবস্থায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হয়েছে।

৪। সরকার অঞ্চলভিত্তিক ১৭ টি সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে। এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকা উপযােগী ফসলের জাত উন্নয়ন , সম্ভাবনাময় কৃষি প্রযুক্তি সুশ রণ, সেচ অবকাঠামাে নির্মাণ করে সেচের আওতা বৃদ্ধি করা , কৃষিজাত পণে বাজার সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয়েছে ।

আরও দেখুনঃ

এইচএস সি বাংলা ২য়-পত্র অ্যাসাইনমেন্ট উত্তর 2021। [৩য়-সপ্তাহ] পিডিএফ উত্তর ডাউনলোড

HSC English 2nd Papaer Assignment Answer 2021- dshe.gov.bd [৩য়-সপ্তাহ] ইংরেজি অ্যাসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর 

সকল পোস্টের আপডেট পেতে ‍নিচের ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।

Check Also

১০ম শ্রেণি [৩য় সপ্তাহ] ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের পাশাপাশি ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন …