বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট allexamresult.com এ প্রকাশ করেছি। আজ উক্ত প্রশ্নের আলোকে এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ সমাধান করে শিক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হল। ফলে শিক্ষার্থীরা এখন কোন রকম ঝামেলা ছাড়াই তাদের দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের নমুনাও সংগ্রহ করে নিজে নিজে অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে। দশম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের বাংলা দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

দশম শ্রেণি বাংলা দ্বিতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন 2022

আমরা বরাবরই শিক্ষার্থীদের দিকনির্দেশনা দিয়ে থাকে যে অ্যাসাইনমেন্টের উত্তর লেখার পূর্বে অবশ্যই প্রশ্ন ভালোভাবে বুঝে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট লেখা উচিত। কেননা এসাইনমেন্ট দেয়ার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের এসাইনমেন্ট এর মাধ্যমে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা। এছাড়া অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন দেখে এসাইনমেন্ট তৈরি করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। ফলে আমরা ওপরের অংশে প্রশ্ন এবং নিচের অংশের উত্তর তুলে ধরেছি।

প্রশ্নঃ

এসাইনমেন্ট শিরোনামঃ

বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সাধিত শব্দ বিশ্লেষণ।

নির্দেশনা এবং কাজঃ

  1. উপসর্গ, প্রত্যয় ও সমাস – বাংলা শব্দ গঠনের তিনটি উপায় সম্পর্কে বর্ণনা করতে হবে।
  2. সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে উপসর্গ ও প্রত্যয় সাধিত শব্দ শনাক্ত করে বিশ্লেষণ করতে হবে।
  3. সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সবার সাধিত শব্দ সনাক্ত করে বিশ্লেষণ করতে হবে।

শিখনফল বিষয়বস্তুঃ

বাংলা শব্দ গঠনের উপায় গুলো বর্ণনা করতে পারবে।

দশম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহ বাংলা এসাইনমেন্ট উত্তর 2022

প্রিয় দশম শ্রেণীর 2022 সালের শিক্ষার্থীরা। চলুন দেরি না করে আপনাদের দ্বিতীয় সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক।

উত্তরঃ

বাংলা শব্দ গঠনের উপায় বর্ণনা এবং সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে সাধিত শব্দ বিশ্লেষণ

শব্দ গঠনঃ

পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাও কতগুলো সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে নতুন নতুন শব্দ তৈরি হয়। এই শব্দ তৈরির প্রক্রিয়াও যথেষ্ট বৈচিত্র্যময়। বৈচিত্র্যময়শব্দ তৈরীর এই প্রক্রিয়াসমূহকেই সাধারণভাবে গঠন বলা যেতে পারে।

উপসর্গ প্রত্যয় ও সমাস দ্বারা গঠনের প্রক্রিয়া নিম্নে বর্ননা করা হলোঃ

উপসর্গযোগে শব্দ গঠন এক্ষেত্রে ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। যেমন প্র+হার= প্রহার, পরা + জয় = পরাজয় ইত্যাদি। প্রত্যয়যোগে শব্দ গঠন ধাতু বা শব্দের শেষে প্রতায় যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করা হয় যায়। যেমন পড়+আ=পড়া,পিঠ+ অক = পাঠক ইত্যাদি।

সমাসযোগে শব্দ গঠনঃ

এই প্রক্রিয়ায় দুই বা ততোধিক পদ একপাদে পরিণত হয়ে নতুন নতুন শব্দ তৈরি করে।

যেমনঃ পিতা ও মাতা = পিতামাতা, মহৎ যে জন = মহাজন ইত্যাদি।

সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধ থেকে উপসর্গ ও প্রত্যয় সাধিত শব্দ সনাক্তকরণঃ

উপসর্গঃ

মূল শব্দউপসর্গ যোগে শব্দউপসর্গের নাম
অভিধানঅভি + ধানতৎসম উপসর্গ
অপ্রেমঅ + প্রেমখাঁটি বাংলা উপসর্গ।
প্রবাহপ্র + বাহতৎসম উপসর্গ
প্রকাশপ্র + কাশতৎসম উপসর্গ
উপমহাদেশউপ + মহাদেশতৎসম উপসর্গ
অনুগামীঅনু+গামীতৎসম উপসর্গ
বিভাজনবি+ভাজনখাঁটি বাংলা উপসর্গ।

সমাজ যোগ সাধিত শব্দঃ

মূলশব্দব্যাসবাক্যসসাসের নাম
মহাকাব্যমহা যে কাব্যকর্মধারয় সমাস
গীতিকবিতাগীতি যে কবিতাকর্মধারয় সমাস
যুদ্ধ-বিগ্রহযুদ্ধ ও বিগ্রহদ্বন্দ্ব সমাস
বনবাসবনে বাসতৎপুরুষ সমাস।
মানব সুলভমানবের ন্যায় সুলভকর্মধারয় সমাস

Check Also

প্রাণীর পরিচিতি ও শ্রেণিবিন্যাস উপস্থাপন। ৮ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান

প্রিয় অষ্টম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল …