প্রাণীর পরিচিতি ও শ্রেণিবিন্যাস উপস্থাপন। ৮ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান

প্রিয় অষ্টম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। ফলে যে সকল শিক্ষার্থীরা এখনো পর্যন্ত অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের নির্ধারিত বিজ্ঞানের নির্ভুল পূর্ণাঙ্গ উত্তর খুঁজে পাওনি তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো।

কেননা আমরা আমাদের ওয়েবসাইটে সবার আগে সর্বপ্রথম অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছি এবং এখন তার উত্তর প্রকাশ করা হলো। তুমি যদি অষ্টম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এই পোস্টটি তোমার জন্য। কেননা আমাদের ওয়েবসাইট allexamresult.com থেকে তোমরা অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান সহ সকল বিষয়ের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবে। বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালোভাবে দেখুন।

অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহ বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2022

অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর নিচে দেওয়া হল। অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করার পূর্বে আমি শিক্ষার্থীদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন টি ভালোভাবে পড়ার জন্য পরামর্শ প্রদান করছি। কেননা শিক্ষার্থীদের শেখার জন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে বুঝে পরবর্তীতে এসাইনমেন্ট তৈরি করা উচিত। আমি আরো বলবো আপনারা আমাদের নমুনা উত্তর দেখে নিজে নিজে উত্তর তৈরি করার চেষ্টা করবেন। এতে শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহযোগি হয়। শুরুতে অষ্টম শ্রেণি তৃতীয় সপ্তাহের বিজ্ঞানের সিমেন্টের প্রশ্ন এবং পরবর্তীতে এর নিচে উত্তর দেওয়া হল।

ক) আমার দেখা পরিচিত বিভিন্ন ধরনের প্রাণীদের মধ্যে পর্বভিত্তিক ৪টি প্রাণীর নাম এবং বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলোঃ

অমেরুদন্ডী ও মেরুদন্ডী প্রাণীদের মধ্যে ৪টি প্রাণী হলোঃ

পাখি, আরশোলা, কেঁচো এবং কৃমি।

খ) তােমার তালিকার পর্বভুক্ত করা কোন কোন প্রাণীগুলােকে শ্রেণিকরণ করা যায় তা উল্লেখ করে তাদের বৈশিষ্ট্য লিখতে হবে।

পাখিঃ পাখি কর্ডাটা পর্বের প্রাণী।

সাধারণ বৈশিষ্ট্যঃ

১। দেহ পালক দ্বারা আবৃত

২। দুটি ডানা, দুটি পা ও একটি চঞ্চু আছে।

৩। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে ।

৪। উষ্ণ রক্তের প্রাণী ৫। হাড় শক্ত, হালকা ও ফাঁপা |

আরশোলাঃ আরশোলা আথ্রোপোডা পর্বের প্রাণী ।

সাধারণ বৈশিষ্ট্যঃ

১। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধযুক্ত উপাঙ্গ বিদ্যমান।

২। মাথায় একজোড়া পুঞ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে।

৩। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত।

৪। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত।

কেঁচোঃ কেঁচো অ্যানেলিডা পর্বের প্রাণী।

সাধারণ বৈশিষ্ট্যঃ

১। দেহ নলাকার ও খন্ডায়িত।

২। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে।

৩। প্রতিটি খন্ডে সিটা থাকে। সিটা চলাচলে সহায়তা করে।

কৃমিঃ কৃমি হলাে নেমাটোডা পর্বের প্রাণী।

সাধারণ বৈশিষ্ট্যঃ

১। দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত

২। পৌষ্টিকনালি সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত ।

৩। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত।

৪। সাধারণত একলিঙ্গ। ৫। দেহ গহবর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই।

গ) তােমার তালিকাভুক্ত প্রাণীগুলাের কোনটি তােমার জীবনে কী কী প্রভাব (ইতিবাচক এবং নেতিবাচক) ফেলেছে সেগুলাে উল্লেখ করতে হবে।

প্রাণীর নামপর্বশ্রেণিসাধারণ বৈশিষ্ট্য
কাককর্ডাটাপক্ষীকূলউষ্ণ রক্তের প্রাণী,দেহ পালক দ্বারা আবৃত। দুইটি পা,দুটি পাখা ও একটি ঠোট আছে।
শিয়ালকর্ডাটাস্তন্যপায়ীদেহ লোম দ্বারা আবৃত,স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী,দুধ পান করে।
কুকুরকর্ডাটাস্তন্যপায়ীদেহ লোম দ্বারা আবৃত,স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী,দুধ পান করে।
কুনো ব্যাঙকর্ডাটাউভচরদেহত্বক আঁশবিহীন,নরম ত্বক, পাতলা ও ভেজা, শীতল ব্যাঙ রক্ত বিশিষ্ট প্রাণী।
হাঙ্গরকর্ডাটাকনড্রিকথিসএরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, দেহ আইশ। দ্বারা আবৃত,ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।

ঘ) তথ্যগুলাে নিচের ছক অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে।

প্রাণীর নামপর্বের বৈশিষ্ট্যপর্বশ্রেণীর বৈশিষ্ট্যশ্রেণীইতিবাচক দিকনেতিবাচক দিক
কাকপ্রাথমিক অবস্থায় ভ্রমণ নাটক নরম, নমনীয়, দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে।কর্ডাটাদেহ পালক দ্বারা আবৃত দুটি পাখা ও পা আছে।পক্ষীকূলপরিবেশের পরিচ্ছন্নকর্মীনেতিবাচক দিক নেই
শিয়ালপ্রাথমিক অবস্থায় ভ্রমণ নাটক নরম, নমনীয়, দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে।কর্ডাটাদেহ লোম দ্বারা আবৃত স্তন্যপায়ী উষ্ণ রক্তের প্রাণী।স্তন্যপায়ী।ইতিবাচক দিক নেই।বিভিন্ন রোগ জীবাণুর বাহক।
কুকুরপ্রাথমিক অবস্থায় ভ্রমণ নাটক নরম, নমনীয়, দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে।কর্ডাটাদেহ রোম দ্বারা আবৃত স্তন্যপায়ী উষ্ণ রক্তের প্রাণী।স্তন্যপায়ী।প্রভুভক্ত বিশ্বাসেজলাতঙ্ক রোগের বাহক।

আরও দেখুনঃ

৮ম শ্রেণি [৩য় সপ্তাহ] বাংলা এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

Check Also

৯ম শ্রেণি [৩য় সপ্তাহ] বাংলা এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ নবম শ্রেণীর 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশিত …