ষষ্ঠ শ্রেণির 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর জন্য নির্ধারিত বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। আমরা ইতোমধ্যে আমাদের ওয়েবসাইট allexamresult.com এ ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছে। আজ আমাদের প্রকাশিত এই আর্টিকেলের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। ফলে শিক্ষার্থীরা এখন কোন রকম ঝামেলা ছাড়াই বাংলা এসাইনমেন্ট এর উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। ষষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করতে নিচের অংশ ভালভাবে পড়ুন।
৬ষ্ঠ শ্রেণি বাংলা প্রথম সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২২
শিক্ষার্থীদের সুবিধার লক্ষ্যে বাংলা এসাইনমেন্ট এর উত্তর এর পূর্বে এর প্রশ্ন তুলে ধরা হলো। ফলস্বরূপ শিক্ষার্থীরা খুব সহজেই প্রশ্ন দেখে এবং প্রশ্ন বুঝে উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি আছেন মেন্টের উত্তর ডাউনলোড করার পূর্বে শিক্ষার্থীদের প্রশ্নের নং অনুযায়ী ডাউনলোড করার জন্য পরামর্শ প্রদান করে থাকি। শুরুতে প্রশ্ন এবং প্রশ্ন নিচে উত্তর দেখুন।
অ্যাসাইনমেন্টঃ
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়।
শিখনফল / বিষয়বস্তুঃ
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি ভালবাসার পরিচয় দিতে পারবে।
অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজঃ
- প্রতিবন্ধকতার ধারণা।
- তুমি কি কি পারো আর কি কি পারো না তার তালিকা করতে হবে?
- বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলো চিহ্নিত কর।
- প্রতিবন্ধী মানুষের জন্য কি করা যায় তার উল্লেখ।
নির্দেশনাঃ
পাঠ্যবই থেকে মিনু গল্প পাঠ পরিচিতি অংশ পড়তে হবে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ৮১ পৃষ্ঠার বাংলাদেশের শিশু অধিকার অধ্যায়টি পড়ে নিতে পারো।
৬ষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহ বাংলা এসাইনমেন্ট উত্তর
প্রিয় ষষ্ঠ শ্রেণীতে অবস্থানরত শিক্ষার্থীরা। চলো দেরি না করে তোমাদের প্রথম সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা প্রথমপত্র অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। পূর্ণ নম্বর পাওয়ার লক্ষ্যে অবশ্যই আমাদের প্রকাশিত নমুনা উত্তর এর পাশাপাশি তোমাদের নিজস্ব মেধা দিয়ে এসাইনমেন্ট তৈরি করবে। নিচে ষষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর উত্তর দেওয়া হল।
উত্তরঃ
ক. নিচে বিভিন্ন রকম উদাহরণ দিয়ে প্রতিবন্ধীতার ধারণা দেওয়া হলোঃ
বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলাে করতে পারে ইমপেয়ারমেন্টের কারণে সে কাজগুলাে প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলাে দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষণস্থায়ী বা চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বােঝায়। খ নং প্রশ্নের উত্তর আমি একজন বাক প্রতিবন্ধী হিসেবে যা করতে পারি এবং যা যা করতে পারি না তার তালিকা নিম্নে উপস্থাপন করা হলাে:
খ. বাক প্রতিবন্ধী হিসেবে আমি যা যা করতে পারি –
১। আমি চলাফেরা করতে পারি ।
২। আমি সবার মতােই খাদ্য গ্রহণ করতে পারি ।
৩। আমি লিখতে পারি । ৪। আমার পছন্দের জিনিস লিখে জানাতে পারি ।
৫। আমি অন্যের দুঃথে ব্যথিত হতে পারি।
বাক প্রতিবন্ধী হিসেবে আমি যা যা করতে পারি না
১। সবার মতাে কথা বলতে পারি না ।
২। শ্রেণিকক্ষে স্বাভাবিক ছাত্র-ছাত্রীদের মতাে শিক্ষকের লেকচার ঠিকমত শুনতে পারি না।
৩। মনের ভাব প্রকাশ করে কখনােই শিক্ষকে পাঠ দিতে পারি না ।
৪। আমি বাক প্রতিবন্ধীরা হওয়ায় খেলার মাঠে খেলতে পারিনা, কারণ আমার বন্ধু ও বান্ধবীরা তাদের খেলার মাঠ থেকে আমাকে তাড়িয়ে দেয় ।
গ . নিচে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অসুবিধাগুলাে উল্লেখ করা হলােঃ
১। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেররা হীনমন্যতায় ভােগে।
২। একাকীত্বে ভুগবে।
৩। সবার সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না।
৪। সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না ।
ঘ. নিচে প্রতিবন্ধী মানুষের জন্য আমরা কি কি করতে পারি তা উল্লেখ করা হলােঃ
১। যত শীঘ্র সম্ভব শিশুর জন্য পরিবারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় ।
২। বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি ।
৩। সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি ।
৪। তাদের প্রতি ইতিবাচক মনােভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি।
৫। প্রতিবন্ধী মানুষেরা কোন সমস্যার সম্মুখীন হলে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন, একজন দৃষ্টি প্রতিবন্ধী তার নিজ গন্তব্যে হারিয়ে ফেললে তার গন্তব্যে পৌঁছে দেওয়া বামাদের কর্তব্য। ৬। একজন শারীরিক প্রতিবন্ধী চলতে অসুবিধা হলে তখন তাকেসাহায্য করতে পারি ।
আরও দেখুনঃ
৬ষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয় [২য় সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর 2022। Class 6 BGS Assignment
৬ষ্ঠ শ্রেণি গনিত [১ম সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর 2022 Ι উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।