সমাজ ও সভ্যতা গঠনের শ্রমজীবী মানুষের অবদান। ৭ম শ্রেণি [১ম সপ্তাহ] বাংলা উত্তর

সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করেছি। অর্থাৎ আপনি যদি সপ্তম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকে তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কেননা আপনি আমাদের প্রকাশিত এই পোষ্টের মাধ্যমে আপনার সপ্তম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর কাঙ্খিত উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। ষষ্ঠ শ্রেণির প্রথম সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করতে আমাদের প্রকাশিত আর্টিকেলের নিচের অংশ দেখুন।

সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহ বাংলা এসাইনমেন্ট প্রশ্ন ২০২২

যেহেতু এসাইনমেন্ট তৈরি পূর্বে অবশ্যই প্রশ্ন দেখে নেওয়া উচিত। তাই আমরা বাংলা এসাইনমেন্ট এর প্রশ্ন এবং প্রশ্নের নিচে উত্তর প্রকাশ করেছি। যাতে করে শিক্ষার্থীরা প্রশ্ন দেখে ভালোভাবে বুঝে এবং প্রশ্নের নং অনুযায়ী উত্তর ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে প্রশ্ন এবং প্রশ্নের নিচে উত্তর দেওয়া হল।

অ্যাসাইনমেন্টঃ

সমাজ ও সভ্যতা গঠনের শ্রমজীবী মানুষের অবদান।

শিখনফল/বিষয়বস্তুঃ

আর্থসামাজিক পেশা গোষ্ঠীর অবদান বর্ণনা করতে পারবে।

নির্দেশনাঃ

  • পাঠ্যবই থেকে কুলি মজুর কবিতা পড়তে হবে।
  • একজন শ্রমজীবী মানুষের সাক্ষাৎকার নেওয়ার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে হবে

প্রশ্ন বা কাজঃ

  1. শ্রমজীবীর পরিচয়।
  2. বিভিন্ন পেশার মানুষের তালিকা তৈরি
  3. একজন শ্রমজীবী মানুষের জীবন যাপনের বিবরণ
  4. সমাজ ও সভ্যতা নির্মাণের শ্রমজীবী মানুষের অবদান।

৭ম শ্রেণি বাংলা ১ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর

উত্তরঃ

(ক) শ্রমজীবী মানুষের পরিচয়ঃ

যে ব্যক্তি তার যােগ্যতা ও কাজের উপযােগী হয়ে কোন অর্থ উপার্যনের কাজে নিয়ােজিত থাকেন তাকে শ্রমিক বলা হয়। শ্রমিক মূলত তার শ্রম বিক্রয় করেন তার জন্য এক পক্ষেকে তার উপযুক্ত মূল্য পরিশােধ করতে হয়। আবার বলা যেতে পারে যে, কোন প্রতিষ্ঠানে বা কার্যসম্পাদনের জন্য কিছু সংখ্যক লােক তাদের শ্রমের মাধ্যমে অর্থ উপর্যন করে থাকেন তাদের কেও শ্রমিক বলা হয়। যে ব্যক্তি শ্রমের বিনিময়ে তার জীবিকা নির্বাহ করে থাকে তাকে শ্রমজীবী বলা হয়।

(খ) বিভিন্ন পেশার মানুষের তালিকাঃ

কৃষক: যারা মাঠে বিভিন্ন ধরনের ফসল চাষ করে।

কুলি: যারা স্টেশন থেকে অন্যের মালামাল নিজের মাথায় বহন করে নিয়ে যায়।

দিনমজুর: ইজারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে অন্যের জমিতে বা প্রতিষ্ঠানে কাজ করে দেয়।

কলকারখানার শ্রমিক: যারা বিভিন্ন কারখানায় শ্রমের বিনিময়ে নিজেদের জীবিকা সরবরাহ করে।

জেলে: যারা নদীতে মাছ ধরে বিক্রি করে নিজেদের জীবন যাপন করে।

তাঁতি: যারা সুতা দিয়ে পােশাক তৈরি করে বিক্রি করে

কুমার: যারা মাটি দিয়ে আসবাবপত্র তৈরি করে

কামার: লােহা দিয়ে বিভিন্ন ধরনের অস্ত্র যেমন দা বটি কাচি ইত্যাদি তৈরি করে।

(গ) একজন শ্রমজীবী মানুষের জীবনযাপন এর বিবরণঃ

একজন দিনমজুর হল এমন একজন ব্যক্তি যে তার কপালের ঘাম দিয়ে তার জীবন পরিচালনা করে। তিনি সুস্থ, শক্তিশালী এবং দৃঢ়চেতা তিনি তার পরিবারের সাথে একটি বস্তিতে থাকেন এবং একটি অধম জীবনযাপন করেন। তিনি সাধারণত কৃষি বা নির্মাণ কাজে নিযুক্ত হন। তিনি তার নিয়ােগকর্তার নির্দেশ অনুসারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেন। খুব ভােরে ঘুম থেকে উঠে কাজের সন্ধানে বের হয়। তিনি বাইরে কাজ করেন এবং সাধারণত কৃষি ও নির্মাণ কাজে নিযুক্ত হন। তার কাজে দক্ষতার চেয়ে শক্তি প্রয়ােজন। তিনি ভাের থেকে সন্ধ্যা পর্যন্ত কঠোর পরিশ্রম করেন। সন্ধ্যায় তার মজুরি পায়। তার আয় খুবই কম এবং কখনও কখনও যুক্তিসঙ্গত। মজুরিও অর্জন করতে পারে না।

তারপর সে বাজারে যায়, তার নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্র কিনে তার বাড়িতে ফিরে আসে। সারাদিন পরিশ্রম করে পরিবারের জন্য খাবার কিনে দেন। তার সুখ দুঃখ দুটোই আছে। বেশি উপার্জন করলে সে আনন্দ পায়। যখন তিনি তা করতে ব্যর্থ হন, তখন তিনি ব্যথা পান। সে জানে না আনন্দ কাকে বলে। পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। তার উপার্জন খুবই দরিদ্র হওয়ায় তার সন্তানরা সঠিক শিক্ষা পায় না এবং তার পরিবারের সদস্যরা চিকিৎসা সুবিধা পায় না।

আরও দেখুনঃ

৭ম শ্রেণী বাংলাদেশ ও বিশ্বপরিচয় [২য় সপ্তাহ] এসাইনমেন্ট 2022। প্রশ্ন এবং উত্তর ডাউনলোড

সপ্তম শ্রেণী ইংরেজি ২য়-সপ্তাহ এসাইনমেন্ট উত্তর 2022। Class 7 English Assignment

(ঘ) সমাজ ও সভ্যতা নির্মাণে শ্রমজীবী মানুষের অবদানঃ

১. সভ্যতার বিনির্মাণ: একজন রাজ মিস্ত্রি এবং রাজ শ্রমিক সভ্যতা সৃষ্টি হয়েছে। বড় বড় শহরের বড় বড় অট্টালিকা তৈরি পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে একজন রাজমিস্ত্রির। বলা যায় সভ্যতার বিনির্মাণ শুরু হয় রাজমিস্ত্রির হাত ধরে।

২. রাস্তা-ঘাট নির্মাণ; আমাদের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নির্মাণ করে রাস্তাঘাট নির্মাণ করে রাজমিস্ত্রিরা। তারা সঠিকভাবে কাজ করে রাস্তাঘাট নির্মাণ করে বলেই আমরা অনায়াসে একস্থান থেকে অন্যস্থানে খুব দ্রুত যেতে পারি।

৩, অবকাঠামােগত উন্নয়নে ভূমিকা: একটি দেশের অবকাঠামােগত উন্নয়নে রাজমিস্ত্রি শ্রমজীবী মানুষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবন নির্মাণ থেকে শুরু করে যে কোন ধরনের স্থাপনা যেমন বিমান বন্দর, সমুদ্র বন্দর, স্টেডিয়াম, ভাস্কর্য, সেতু, উড়াল সড়ক, রাস্তা, বাঁধ, কৃত্রিম জলাধার, পানি-গ্যাস| তেল সঞ্চালন লাইন, পয়ােনিষ্কাশন লাইন সহ নগরায়নের প্রত্যেকটি ক্ষেত্রে একজন নির্মাণ শ্রমিকের কাজ।

See More

৭ম শ্রেণি গনিত [১ম সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর 2022। Class 7 Math Assignment

Check Also

৯ম শ্রেণি [৩য় সপ্তাহ] বাংলা এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ নবম শ্রেণীর 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশিত …