রূপান্তরিত মূল ও কান্ডের গঠন ও গুরুত্ব। তােমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত মূল…

৭ম শ্রেণীর ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইট allexamresult.com প্রকাশ করেছি। আপনি যদি ৭ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কেননা আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান এসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমরা আমাদের বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রথম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর তৈরি করেছি। তাই শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এসাইনমেন্ট এর নমুনা উত্তর টি ডাউনলোড করে খুব সহজেই অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে।

সপ্তম শ্রেণীর এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট এর প্রশ্ন পেয়েছেন কিন্তু উত্তর পাননি। তাদের জন্য আমাদের আজকের ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান বিষয়ের উত্তরের এই পোষ্ট। ফলে শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের কাঙ্ক্ষিত ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহ এর উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যা শিক্ষার্থীদের নির্ভুলভাবে এসাইনমেন্ট তৈরি করে বিদ্যালয় জমা প্রদান করতে সহযোগিতা করবে। ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

Table of Contents

৭ম শ্রেণি ৫ম সপ্তাহ বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন 2022

প্রিয় ৭ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। তোমরা তোমাদের সুবিধার্থে উত্তরের সাথে সাথে আমরা প্রশ্ন তুলে ধরেছি। যাতে করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন দেখে প্রশ্ন বুঝে এবং এর নং অনুযায়ী উত্তর ডাউনলোড করে নিতে পারে। যেহেতু বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান লক্ষ্য হল এসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এর সাথে সম্পৃক্ত করা। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রতিটি অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে বুঝে এসাইনমেন্ট তৈরি করা। এজন্য আমরা ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর উত্তরে পাশাপাশি এর প্রশ্ন তুলে ধরেছে। ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন বুঝে এবং আমাদের নমুনা উত্তরটি ভালোভাবে পড়ে এর সাথে সংযোজন-বিয়োজন করে এসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে। নিচে প্রশ্ন দেওয়া হল।

অ্যাসাইনমেন্ট (শিরােনামসহ)ঃ

রূপান্তরিত মূল ও কান্ডের গঠন ও গুরুত্ব। তােমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত মূল ও দুটি রূপান্তরিত কান্ডের চিত্র অঙ্কনপূর্বক এদের গঠন ও গুরুত্ব বর্ণনা।

শিখনফল/বিষয়বস্তুঃ

১. রূপান্তরিত মূলের গঠন ব্যাখ্যা করতে পারব।

২. রূপান্তরিত কান্ডের গঠন ব্যাখ্যা করতে পারব।

৩. রূপান্তরিত মূল, কান্ড ও পাতার। গুরুত্ব ব্যাখ্যা করতে পারব।

৪. রূপান্তরিত মূল, কান্ড ও পাতার চিত্র অঙ্কন করতে পারব।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

অ্যাসাইনমেন্ট তৈরিতে ধারাবাহিকভাবে নীচের ধাপগুলাে অনুসরণ করতে হবে

ক. উপস্থাপিত রূপান্তরিত মূল ও কাণ্ডের নাম উল্লেখকরণ

খ. উল্লেখকৃত রূপান্তরিত মূল ও কাণ্ডের চিত্র অঙ্কন

গ. উপস্থাপিত রূপান্তরিত মূল ও কাণ্ডের গঠন বর্ণনা

ঘ, আমাদের জীবনে রূপান্তরিত মূল ও কান্ডের গুরুত্ব বর্ণনা

৭ম শ্রেণী বিজ্ঞান ৫ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর 2022

৭ম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই ভাবছে আমরা ইতোমধ্যে ৫ম সপ্তাহের প্রশ্ন পেয়েছি কিন্তু উত্তর কোথায়? তাদের সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আমরা আমাদের আর্টিকেল এর এই পর্বে ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করেছি। শিক্ষার্থীদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট নমুনা উত্তরটি ভালোভাবে পড়ে বুঝে নিজে নিজে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য অনুরোধ করা হলো। এত করে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে। তাই শিক্ষার্থীরা চলো আর দেরি না করে ৭ম শ্রেণীর ৫ম সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। যা আমাদের ওয়েবসাইটের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।

উত্তরঃ

অ্যাসাইনমেন্ট শিরােনাম: রূপান্তরিত মূল ও কান্ডের গঠন ও গুরুত্ব।
ক. উপস্থাপিত রূপান্তরিত মূল ও কান্ডের নাম:
আমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত মূলের নাম হলাে- মুলা ও গাজর। আমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত কান্ডের নাম হলােগােল আলু ও পিয়াজ।
খ. উপস্থাপিত রূপান্তরিত মূল ও কান্ডের চিত্র অঙ্কনঃ

গ. উপস্থাপিত রূপান্তরিত মূল ও কান্ডের গঠন বর্ণনাঃ

দুইটি রূপান্তরিত মূলের গঠন বর্ণনা: মুলাকৃতি মূল: এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মােটা ও রসাল হয়। এই মূলের মধ্যভাগ মােটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু। যেমন- মুলা। গাজরাকৃতি মূল: এরা খাদ্য সঞ্চয় তাই প্রধান মূলটি মােটা ও রসাল হয়। এই মূলের উপরের দিক মােটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়। যেমন- গাজর। দুইটি রূপান্তরিত কান্ডের গঠন বর্ণনা: টিউবার বা স্ফীত কন্দ: গােল আলু স্ফীতকন্দের
উদাহরণ। স্ফীত কন্দে পর্ব, পর্বমধ্য, শল্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে।
শল্কপত্রের কক্ষে গর্তের মতাে অংশকে “চোখ বলে।
অনুকূল ঋতুতে “চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গােলাকার রূপ ধারণ করে। কন্দ: পিয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কান্ড এই প্রকারের। এদের কান্ডটি (কন্দ) খুবই ক্ষুদ্র, গােলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্যগুলাে সংকুচিত। পুরু ও রসালাে শল্কপত্রগুলাে এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কান্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়।

ঘ. আমাদের জীবনে রুপান্তরিত মূল ও কান্ডের গুরুত্ব বর্ণনাঃ

রূপান্তরিত মূলের দুইটি গুরুত্ব:
১। আমাদের প্রয়ােজনীয় খাদ্যের প্রয়ােজন মেটায়। অর্থা এগুলাে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি।
২। রূপান্তরিত মূলগুলাে অত্যন্ত পুষ্টিসম্পন্ন। অর্থাৎ শরীরে পুষ্টির যােগান দেয়। রূপান্তরিত কান্ডের দুইটি গুরুত্ব:
১। খাদ্য হিসেবে গ্রহণ করা যায়।
২। অনেক রূপান্তরিত কান্ডই ঔষধি গুণ সম্পন্ন।

See More:

Class 7 Mathematics [5th week] Assignment 2022। PDF Questions Answer Download

Check Also

DU 7 College Science Unit Question Solution 2022- PDF Question Download

DU 7 college science unit admission test question solution has been published on our website …