চরিত্র গঠন ইমান মুফাসসালের ভূমিকা নিরূপণ।

৭ম শ্রেণীর ২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যার প্রশ্ন ইতোমধ্যে আমরা আমাদের ওয়েবসাইট allexamresult.com প্রকাশ করেছি। আপনি যদি ৭ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কেননা আপনি আমাদের এই পোষ্টের মাধ্যমে ৭ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমরা আমাদের বিষয় ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা প্রথম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর তৈরি করেছি। তাই শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এসাইনমেন্ট এর নমুনা উত্তর টি ডাউনলোড করে খুব সহজেই অ্যাসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে।

সপ্তম শ্রেণীর এমন অনেক শিক্ষার্থী রয়েছে যারা ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্ন পেয়েছেন কিন্তু উত্তর পাননি। তাদের জন্য আমাদের আজকের ৭ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উত্তরের এই পোষ্ট। ফলে শিক্ষার্থীরা আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের কাঙ্ক্ষিত ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের প্রশ্ন সহ এর উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। যা শিক্ষার্থীদের নির্ভুলভাবে এসাইনমেন্ট তৈরি করে বিদ্যালয় জমা প্রদান করতে সহযোগিতা করবে। ৭ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

৭ম শ্রেণি [৬ষ্ঠ সপ্তাহ] ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট প্রশ্ন 2022

প্রিয় ৭ম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। তোমরা তোমাদের সুবিধার্থে উত্তরের সাথে সাথে আমরা প্রশ্ন তুলে ধরেছি। যাতে করে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন দেখে প্রশ্ন বুঝে এবং এর নং অনুযায়ী উত্তর ডাউনলোড করে নিতে পারে। যেহেতু বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান লক্ষ্য হল এসাইনমেন্ট এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক এর সাথে সম্পৃক্ত করা। তাই প্রত্যেক শিক্ষার্থীর উচিত প্রতিটি অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে বুঝে এসাইনমেন্ট তৈরি করা। এজন্য আমরা ৭ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উত্তরে পাশাপাশি এর প্রশ্ন তুলে ধরেছে। ফলে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন বুঝে এবং আমাদের নমুনা উত্তরটি ভালোভাবে পড়ে এর সাথে সংযোজন-বিয়োজন করে এসাইনমেন্ট তৈরি করে নিতে পারবে। নিচে প্রশ্ন দেওয়া হল।

অ্যাসাইনমেন্ট (শিরােনামসহ)ঃ

চরিত্র গঠনে ইমান মুফাসসালের ভূমিকা নিরূপণ

শিখনফল/বিষয়বস্তুঃ

ইমান মুফাসসাল (ইমানের বিস্তারিত পরিচয়) অর্থসহ শুদ্ধভাবে পড়তে ও এর তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে।

অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনাঃ

  1. ইমান মুফাসসাল শব্দের অর্থ শুদ্ধভাবে লিখবে ইমানের সাতটি বিষয় উল্লেখ করতে হবে
  2. ইমানের মূল বিষয়গুলাে ব্যাখ্যা করতে হবে
  3. ইমান মুফাসসালের তাৎপর্য ব্যাখ্যা করতে হবে
  4. ইমান মুফাসসালের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে

৭ম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর 2022

৭ম শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই ভাবছে আমরা ইতোমধ্যে ৬ষ্ঠ সপ্তাহের প্রশ্ন পেয়েছি কিন্তু উত্তর কোথায়? তাদের সমস্ত ভাবনার অবসান ঘটিয়ে আমরা আমাদের আর্টিকেল এর এই পর্বে ৬ষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করেছি। শিক্ষার্থীদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে প্রকাশিত ৭ম শ্রেণি ৬ষ্ঠ সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষা এসাইনমেন্ট নমুনা উত্তরটি ভালোভাবে পড়ে বুঝে নিজে নিজে অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য অনুরোধ করা হলো। এত করে শিক্ষার্থীদের মেধা বিকাশ ঘটবে। তাই শিক্ষার্থীরা চলো আর দেরি না করে ৭ম শ্রেণীর ৬ষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত ইসলাম ও নৈতিক শিক্ষা অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। যা আমাদের ওয়েবসাইটের বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা তৈরি করা হয়েছে।

উত্তরঃ

চরিত্র গঠন ইমান মুফাসসালের ভূমিকা নিরূপণ:

ক) ইমান মুফাসসাল শব্দের অর্থ :

ইমান শব্দের অর্থ বিশ্বাস। আর মুফাসসাল অর্থ বিস্তারিত। ইয়ান মুফাস্সল অর্থ বিস্তারিত বিশ্বাস। পৃথকভাবে সবকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি।

খ) ইমানের সাতটি বিষয় উল্লেখ করা হলাে:

ইমানের সাতটি বিষয় হলােঃ

১. আল্লাহর প্রতি বিশ্বাস,

২. তার ফেরেশতাগণের প্রতি বিশ্বাস,

৩, তার কিতাবগুলাের প্রতি বিশ্বাস,

৪. তাঁর রাসুলগণের প্রতি বিশ্বাস,

৫. আখিরাতের প্রতি বিশ্বাস,

৬. তাকদিরের প্রতিবিশ্বাস,

৭. মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস।

ইমানের ৪ টি মূল বিষয়ের ব্যাখ্যা করা হলাে:

আল্লাহর প্রতি বিশ্বাস ইমানের সর্বপ্রথম বিষয় হলাে মহান আল্লাহর প্রতি বিশ্বাস। পূর্বের শ্রেণিতে আমরা ইমান মুজমাল সম্পর্কে জেনেছি। সেখানে আল্লাহ তায়ালার প্রতি কিরূপ বিশ্বাস করতে হবে তা বলা হয়েছে। বস্তুত আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসই ইমানের মূল। আমরা আল্লাহ তায়ালার তাওহিদ বা একত্ববাদে বিশ্বাস করব। তিনি এক ও অদ্বিতীয়। তিনি তার সত্তা ও গুণাবলিতে একক ও অতুলনীয়। তাঁর সমকক্ষ বা সমতুল্য কেউ নেই। তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে। তিনিই একমাত্র মাবুদ। তিনি ব্যতীত অন্য কেউ-ই ইবাদতের যােগ্য নয়। রাসুলগণের প্রতি বিশ্বাস মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবি-রাসূল পাঠিয়েছেন।

তারা মানুষকে আল্লাহ তায়ালার পরিচয় দান করেছেন। সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি। বরং আল্লাহ তায়ালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহিদের বাণী প্রচার করতেন। তাদেরকে আল্লাহর প্রেরিত নবি ও রাসুল হিসেবে বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়। বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলাে পরকাল। মৃত্যুর পরপরই এ জীবনের শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালাে কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে। আখিরাতের প্রতি বিশ্বাসও ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

তকদিরের প্রতি বিশ্বাস তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি। সবকিছুর তকদিরই আল্লাহর হাতে। আল্লাহ তায়ালাই তকদিরের নিয়ন্ত্রক। তকদিরের ভালাে-মন্দ যাই ঘটুক সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। তকদির একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। সুতরাং আমরা তকদিরে বিশ্বাস করব এবং ভালাে ফল লাভের জন্য চেষ্টা করব।

ঘ) ইমান মুফাসসালের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করা হলােঃ

ইমানে মুফাসসালে অতীব গুরুত্বপূর্ণ মৌলিক সাতটি বিষয় বিবৃত হয়েছে, যা প্রতিটি বিশ্বাসী মােমিন বিনা বাক্যব্যয়ে স্বীকার করবেন। ইমানের ৭টি মৌলিক বিষয়ের সমতুল্য কেউ নেই। তার সুন্দর সুন্দর নাম ও গুণ রয়েছে। তিনিই একমাত্র মাবুদ। তিনি ব্যতীত অন্য কেউ-ই ইবাদতের যােগ্য নয়। রাসুলগণের প্রতি বিশ্বাস মানবজাতির হিদায়াতের জন্য আল্লাহ যুগে যুগে অসংখ্য নবি-রাসূল পাঠিয়েছেন। তারা মানুষকে আল্লাহ তায়ালার পরিচয় দান করেছেন।
সত্য ও ন্যায়ের পথ দেখিয়েছেন। তারা নিজ থেকে এসব করেননি। বরং আল্লাহ তায়ালার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েই তারা তাওহিদের বাণী প্রচার করতেন। তাদেরকে আল্লাহর প্রেরিত নবি ও রাসুল হিসেবে বিশ্বাস করতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস। দুনিয়ার জীবনই মানুষের শেষ নয়। বরং আখিরাতের জীবনও রয়েছে। আখিরাত হলাে পরকাল। মৃত্যুর পরপরই এ জীবনের শুরু। মানুষ সেখানে দুনিয়ার ভালাে কাজের জন্য জান্নাত লাভ করবে এবং মন্দ কাজের জন্য জাহান্নাম পাবে।
আখিরাতের প্রতি বিশ্বাসও ইমানের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। তকদিরের প্রতি বিশ্বাস তকদিরকে আমরা ভাগ্য বা নিয়তি বলে থাকি। সবকিছুর তকদিরই আল্লাহর হাতে। আল্লাহ তায়ালাই তকদিরের নিয়ন্ত্রক। তকদিরের ভালাে-মন্দ যাই ঘটুক সবই আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে। তকদির একমাত্র আল্লাহ তায়ালাই জানেন। সুতরাং আমরা তকদিরে বিশ্বাস করব এবং ভালাে ফল লাভের জন্য চেষ্টা করব।

আরও দেখুনঃ

৭ম শ্রেণী [৬ষ্ঠ সপ্তাহ] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর 2022। PDF উত্তর ডাউনলোড

Check Also

এইচএসসি (Updated) বাংলা সংক্ষিপ্ত সিলেবাস 2022। ‍সর্বশেষ প্রকাশিত সংক্ষিপ্ত সিলেবাস Download

আজ এইচএসসি 2022 সালের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বাংলা ২য় পত্র পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। …