৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ১৭ তম সপ্তাহের জন্য নির্ধারিত রসায়ন এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। আমরা শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে রসায়ন ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন প্রকাশ করেছি। আজ ফল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যা শিক্ষার্থীদের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সহযোগিতা করবে। পূর্ণাঙ্গ উত্তর পেতে আমাদের প্রকাশিত আর্টিকেল এর নিচের অংশ ভালভাবে পড়ুন।
৯ম শ্রেণি রসায়ন [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর
2021 শিক্ষাবর্ষের ৯ম শ্রেণীর যে সকল শিক্ষার্থীদের রসায়ন বিষয় রয়েছে তারা আমাদের ওয়েবসাইট থেকে রসায়ন এসাইনমেন্ট এর উত্তর দাও নিয়ে এসাইনমেন্ট তৈরি করে ফেলুন। নিচে ৯ম শ্রেণীর ১৭ তম সপ্তাহের রসায়ন এসাইনমেন্ট এর প্রশ্নের ছবি এবং তার নিচে উত্তর দেওয়া হল
অ্যাসাইনমেন্টঃ
তােমার ঘরের জানালায় বিভিন্ন বস্তু রয়েছে। প্রতিটি বস্তুতে একটি প্রধান উপাদান মৌল রয়েছে। যে কোনাে একটি বস্তুর প্রধান উপাদান মৌলের বাের মডেল চিত্রঅংকন, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করাে।
নির্দেশনাঃ
- বস্তুর প্রধান উপাদান মৌলের নাম নির্বাচনে প্রয়ােজনে শিক্ষকের সহায়তা নিবে। এক্ষেত্রে ওয়েবসাইটও ব্যবহার করতে পারাে।
- পর্যায় সারণির চিত্রে সম্ভব হলে রং ব্যবহার করতে পারাে।
- 2n সূত্রের ধারণায় কক্ষ পথে বা শক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস দেখাও।
- (n+l) সূত্র ব্যবহার করে উপশক্তি স্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস করাে।
- ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায়সারণিতে এর অবস্থান নির্ণয় কর এবং পর্যায়সারণির চিত্র অংকন করে এর অবস্থান দেখাও।
উত্তরঃ
তারিখ: ২১ সেপ্টেম্বর, ২০২১ খ্রি.
বরাবর
প্রধান শিক্ষক
নিজের প্রতিষ্ঠান এর নাম ও ঠিকানা
বিষয় : “আমার ঘরের জানালার প্রধান উপাদানের নাম, বাের মডেলে এর চিত্র, শক্তিস্তরে ও উপশক্তিস্তরে এর ইলেকট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে এর অবস্থান সংক্রান্ত ”
জনাব,
বিনতি নিবেদন এই যে, আপনার আদেশ নং বা.উ.বি. ৩৫৫-১ তারিখ ২১/৯/২০২১ অনুসারে উপরােক্ত বিষয়ের উপর আমার প্রতিবেদনটি নিন্মে পেশ করলাম।
আমাদের ঘরের জানালায় সাধারণত গ্লাস, লােহা বা স্টিল/ ইস্পাত বিদ্যমান। গ্লাসের প্রধান উপাদান সিলিকা (Si02) হলেও লােহা এবং ইস্পাত উভয় ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহিত হয় আয়রন (Fe)| আয়রন একটি ধাতব পদার্থ নিম্নে আয়রনের বাের মডেলের চিত্র, শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস এবং পর্যায় সারণিতে তার অবস্থান দেখানাে হলাে।
প্রধান ৪টি শক্তিস্তরে পর্যায় ক্রমে ইলেক্ট্রনের সংখ্যা: 2, 8, 14, 2 উপশক্তিস্তরে ইলেক্ট্রন বিন্যাস: 1s^2 2s^2 2p^6 3s^2 3p^6 3d^6 4s^2 মােট ইলেক্ট্রিনের সংখ্যা: 2+2+6+2+6+6+2=26 [ আয়রনের(Fe) পারমাণবিক সংখ্যা ]
আয়রনের জন্য ইলেকট্রন বিন্যাস প্রথম দুটি ইলেকট্রন 1s কক্ষপথে যাবে। যেহেতু 1s শুধুমাত্র দুটি ইলেকট্রন ধরে রাখতে পারে পরবর্তী 2 টি ইলেকট্রন 2s কক্ষপথে যায়। পরবর্তী ছয়টি ইলেকট্রন 2p কক্ষপথে যাবে। p অরবিটাল ছয়টি ইলেকট্রন ধরে রাখতে পারে। আমরা 2p কক্ষপথে ছয়টি রাখব এবং তারপর পরবর্তী দুটি ইলেকট্রন 3s কক্ষপথে যাবে। যেহেতু 3s এখন পূর্ণ আমরা 3p তে চলে যাব যেখানে আমরা পরবর্তী ছয়টি ইলেকট্রন স্থাপন করব। 4s কক্ষপথ 3d কক্ষপথের তুলনায় (প্রায় 3.75 eV) শক্তিতে বেশি থাকায়, এখন আমরা 4s কক্ষপথে দুটি ইলেকট্রন আগে পূর্ণ করে তারপর অবশিষ্ঠ ছয়টি ইলেকট্রন 3d কক্ষপথে রেখে শেষ করি।
পর্যায় সারণিতে অবস্থান :
পর্যায় সারণিতে আয়রন এর অবস্থান ২৬তম। এর ইলেক্ট্রন সর্বোচ্চ ৪র্থ শক্তিরস্তরে প্রবেশ করে তাই এটি ৪র্থ পর্যায়ের মৌল। আবার ইলেক্ট্রন সর্বাধিক d উপশক্তিস্তরে /অরবিটালে তাই এটি d-ব্লক মৌল। যােজ্যতা শক্তিস্তরে Fe এর ইলেকট্রন বিন্যাস’এ 3d অরবিটালে 6 টি ইলেক্ট্রন ও সর্বশেষ স্তর 4s এ ২ টি ইলেক্ট্রন তাই এর গ্রুপ সংখ্যা হবে(6 + 2=8)। অর্থাৎ আয়রন ৪র্থ পর্যায় ৮ গ্রুপের মৌল।
প্রতিবেদকের নামঃ
*প্রতিবেদকের ঠিকানাঃ
প্রতিবেদন তৈরির তারিখ ও সময়ঃ
See More:
৯ম শ্রেণি ইংরেজি [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। Class-9 English Assignment
*৯ম শ্রেণি ভূগোল ও পরিবেশ [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। Class-9 English Assignment