৯ম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থীদের ১৭ তম সপ্তাহের নির্ধারিত বিষয় ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করা হলো। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা আমাদের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ৯ম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ১৭ তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করছি যা শিক্ষার্থীদের সর্বোচ্চ নম্বর পেতে সহযোগিতা করবে বলে আশা করি । অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে আমাদের প্রকাশিত আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
৯ম শ্রেণি ভূগোল ও পরিবেশ [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর
প্রিয় ৯ম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীরা, আমাদের প্রকাশিত আর্টিকেল এর নিচে ১৭ তম সপ্তাহের ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের ছবি এবং তার নিচে উত্তর প্রদান করা হলো। যাতে করে শিক্ষার্থীরা প্রশ্নের ছবি দেখে নং অনুযায়ী উত্তর সংগ্রহ করে নিতে পারে
অ্যাসাইনমেন্টঃ
তােমার পাঠ্যপুস্তকে উল্লিখিত আন্তর্জাতিক সাংকেতিক চিহ্নগুলাে ব্যবহার করে বাংলাদেশের একটি মানচিত্র অঙ্কন কর।
সংকেত:
- বাংলাদেশের মানচিত্র
- আন্তর্জাতিক সাংকেতিক চিহ্ন
- মানচিত্রের শিরােনাম
- মানচিত্রে উত্তর দিক নির্দেশ
- সূচক
উত্তরঃ
১.বাংলাদেশের প্রশাসনিক মানচিত্রঃ
ইংরেজি ‘map’ শব্দের বাংলা প্রতিশব্দ মানচিত্র। ল্যাটিন শব্দ mappa থেকে ‘map’ শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ‘mappa’ বলে। আগেকার দিনে কাপড়ের উপই map বা মানচিত্র আঁকা হতাে। পৃথিবী বা কোনাে অঞ্চল বা এর অংশবিশেষকে কোনাে সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। মানচিত্র হলাে নির্দিষ্ট কোলে অক্ষরেখা বা দ্রাঘিমারেখাসহ কোনাে সমতল ক্ষেত্রের উপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ।
২. আন্তর্জাতিক সাংকেতিক চিন্হঃ
স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্র গঠন ভূগােল শাস্ত্রের একটি প্রধান ও প্রয়ােজনীয় বিষয়। এই বিশাল পৃথিবীকে অথবা পৃথিবীর বিভিন্ন অংশের এক একটি সামাজিক রূপ এই ধরনের মানচিত্রের মধ্যে যেভাবে ফুটিয়ে তােলা। যায় অন্য কোনাে উপায়েই তা সম্ভব নয়। স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রে বিভিন্ন প্রতীক চিহ্নের মাধ্যমে ভূপ্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়সমূহের একটি সুন্দর প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। এই প্রতীকগুলাের মাধ্যমে একদিকে যেমন পাহাড়-পর্বত, নদী-নালা, মালভূমি, হ্রদ, সমভূমি, পুকুর, ঝিল, বনভূমি প্রভৃতি বিভিন্ন প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায় তেমনি অন্যদিকে রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, মন্দির, হাসপাতাল, খেলার মাঠ, জনবসতি, মানুষের ঘনত্ব, জীবিকা অর্জনের উপায় প্রভৃতি নানা সাংস্কৃতিক তথ্যেরও পরিচয় পাওয়া যায়।
এই কারণে কোনাে একটি অঞ্চলের সুবিধাঅসুবিধা, পারিপার্শ্বিক অবস্থা এবং নানা সমস্যার সুষুঠ সমাধান করতে চাইলে এই মানচিত্রে তথ্য-উপাত্ত উপস্থাপনের নিয়মাবলি জানা একান্ত প্রয়ােজন। যে কোনাে ভাষায় একটি মানচিত্র পাঠ করতে হলে নানা ধরনের প্রতীক চিহ্নের সাহায্য নিতে হয়। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের স্থানীয় বৈচিত্র্যসূচক মানচিত্রের মধ্যে এসকল প্রতীক চিহ্ন ব্যবহার করে আসছে। এই কারণে এসব চিহ্নকে আন্তর্জাতিক প্রচলিত প্রতীক চিহ্ন বলে।
৩.শিরােনাম:
প্রত্যেকটি মানচিত্রই একটি শিরােনাম থাকে। এটি কোনাে দেশের হােক কিংবা অঞ্চলের । যেমন- বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র , বাংলাদেশের আঞ্চলিক মানচিত্র ইত্যাদি ।
৪.উত্তর দিক নির্দেশ:
মানচিত্রের দিক জানা দিক জানা অত্যান্ত গুরুত্বপূর্ণ । প্রতিটি মানচিত্রের মাথায় বামদিকের মাথায় একটি তির দেওয়া থাকে। এই তিরের মাথায় উ. লিখা থাকে । উ. দিয়ে উত্তর দিক বুঝানাে হয়। একটি দিক জানা থাকলে অন্য দিকগুলাে সহজেই জানা যায় । যেমন- পূর্ব পশ্চিম, দক্ষিণ । মানচিত্র তৈরির সময় দিকনির্দেশনা দিতে হবে । মানচিত্রে দিকনির্দেশনা দেওয়া জরুরি।
See More:
৯ম শ্রেণি ইংরেজি [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। Class-9 English Assignment
*৯ম শ্রেণি রসায়ন [১৭তম সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। ৯ম শ্রেণি রসায়ন অ্যাসাইনমেন্ট পিডিএফ উত্তর