আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। ২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।

এইচএসসি 2021 সালের তৃতীয় সপ্তাহের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যারা এইচএসসি 2021 সালের তৃতীয় সপ্তাহের হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর খুঁজছেন তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। কেননা আমরা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ডাউনলোড করে আমাদের অভিজ্ঞ শিক্ষক দ্বারা এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর তৈরি করেছি। ফলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে হিসাব বিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দাউনলোড করে অ্যাসাইনমেন্ট তৈরি করে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে পারেন। এইচএসসি 2021 সালের হিসাববিজ্ঞান তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে শেষ অংশটি ভালভাবে পড়ুন।

এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এসাইনমেন্ট প্রশ্ন 2021

ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার্থে অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশের পূর্বে প্রশ্ন প্রকাশ করা হলো। যাতে করে ছাত্র-ছাত্রীরা ভালোভাবে প্রশ্ন বুঝে পরবর্তীতে অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে নির্ভুলভাবে এসাইনমেন্ট তৈরি করে নিতে পারে। নিচে হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্টের প্রশ্ন তুলে ধরা হলো।

দ্বিতীয় অধ্যায়ঃ

অংশীদারি ব্যবসায় হিসাব

অ্যাসাইনমেন্টঃ

অংশীদারি ব্যবসায় ও এর হিসাব প্রক্রিয়া সহায়ক তথ্য:

আবুল, আবদুল ও আসাদুল একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার।

২০২০ সালের ১ জানুয়ারি আবুল ৩,০০,০০০ টাকা, আবদুল ২,৫০,০০০ টাকা এবং আসাদুল ২,০০,০০০ টাকা মূলধন স্বরূপ সরবরাহ করেন।

আবদুল প্রতি মাসে ৫০০ টাকা নগদ উত্তোলন করেন এবং অাসাদুল বছরের মাঝামাঝি ২,০০০ টাকার পণ্য উত্তোলন করেন।

আবুল কারবার পরিচালনা করেন এবং এ কারণে তিনি প্রতি মাসে ২,৫০০ টাকা বেতন পাবেন। আর্থিক স্বল্পতার কারণে ১ এপ্রিল আসাদুল ১০,০০০ টাকা ঋণ প্রদান করেন এবং আবুল ১ জুন ২০,০০০ টাকা অতিরিক্ত মূলধন সরবরাহ করেন।

আংশীদারি চুক্তি অনুযায়ী উত্তোলনের উপর বার্ষিক ১০% সুদ ধার্য করতে হবে।

আবুল ব্যবসায়ে তার সার্বক্ষণিক সহায়তা করার জন্য বন্টনযােগ্য লাভের উপর কমিশন ধার্য করার পরবর্তী লাভের উপর ৫% হারে কমিশন পাবেন।

আবদুলের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধন করার পূর্বে ব্যবসায়ের নিট লাভ ১,১০,০০০ টাকায় উপনীত হয়।

শিখনফল/বিষয়বস্তুঃ

  • ব্যবসায়ের উপাদানসমূহের ব্যাখ্যা দিতে পারবে।
  • চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে।
  • লাভ লােকসান কটন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংশ নির্ণয় করতে পারবে।
  • অংশীদারদের মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।

নির্দেশনাঃ

  1. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ।
  2. অংশীদারদের মধ্যে লাভ-লােকসান বন্টন হিসাব প্রস্তুত করতে হবে।
  3. অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হবে।
  4. মুলধন হিসাব প্রস্তুত করতে হবে (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি ও স্থিতিশীল মূলধন পদ্ধতিতে)।

এইচএসসি 2021 হিসাববিজ্ঞান (দ্বিতীয় পত্র) তৃতীয় সপ্তাহ এসাইনমেন্ট উত্তর

প্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্র ছাত্রীরা। এইচএসসি তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের উত্তর প্রকাশে কিছুটা বিলম্ব হওয়ার জন্য দুঃখ প্রকাশ করছি। চলন এইচএসসি 2021 সালের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক।

উত্তরঃ

(ক) চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমিমাংসিত বিষয়সমূহের নিস্পত্তিরকরণ
১. ব্যবসায় পরিচালনায় এবং ব্যবস্থাপনায় অংশীদারের সমান অধিকার থাকবে।
২. ব্যবসায়ের অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে সমানভাবে বণ্টন করতে হবে।
৩. কোনাে অংশীদার কর্তৃক প্রদত্ত ঋণের উপর ৬% হারে সুদ ধার্য করতে হবে।
৪. অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য করা যাবে না।
৫. সক্রিয় অংশীদারের পরিশ্রমের ওপর কোনাে ধরনের পারিশ্রমিক , বেতন বা কমিশন দেওয়া যাবে না।
৬. অংশীদারগণের সমহারে মূলধন সরবরাহ করতে হবে।
৭. সব অংশীদার ব্যবসায় থেকে সমপরিমান অর্থ উত্তোলনের অধিকারী।
৮. ব্যবসায় পরিচালনা বা ব্যবস্থাপনায় মতানৈক্য দেখা দিলে সংখ্যাগরিষ্ট সদস্যের সিদ্ধান্ত অনুসারে মিমাংসা করতে হবে। অংশীদারদের সর্বসমত সিদ্ধান্ত ব্যাতিরেকে কোন নতুন সদস্য নেওয়া যাবে না বা কোন অংশীদারকে বহিস্কার করা যাবে না। ১০.কোন অংশীদার ব্যবসায়ের স্বার্থে কোন অর্ত ব্যয় করলে বা ক্ষতিগ্রস্ত হলে ব্যবসায় থেকে তাকে ঐ অর্থ দিতে হবে।
১১. ব্যবসায়ের সকল দায় দেনার জন্য অংশীদারগণ যৌথভাবে এবং ক্ষেত্রভেদে এককভাবে দাযী থাকবে।
১২.কোন অংশীদারের আচরণে বা কার্যক্রমে যদি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয় তবে ঐ অংশীদার সেই ক্ষতিপূরণ দিবে।
১৩.ব্যবসায়ের প্রধান অফিসে ব্যবসায়ের হিসাবপত্র এবং দলিলপত্রাদি সংরক্ষিত থাকবে।
১৪. প্রত্যেক অংশীদারের হিসাবপত্র ও দলিলপত্রাদি পরিদর্শন ও প্রতিলিপি পাওয়ার অধিকার। থাকবে।
১৫.অংশীদারদের সর্বসম্মত ভাবে লাভ লােকসান বণ্টণ হার মূলধনের পরিমান পুনঃ নির্ধারণ করা যাবে।
১৬.অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ব্যবসায়ের বিলােপসাধন এবং বিলােপসাধন উত্তর হিসাবনিকাশ করা যাবে।

Check Also

ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক উৎসবের পরিচয়। ৭ম শ্রেণি বাংলা [৩য় সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর

সপ্তম শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। প্রিয় সপ্তাহ শ্রেণীর …