এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী মানবিক বিভাগের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের জন্য নির্ধারিত ভূগোল প্রথম পত্র বিষয়ের অ্যাসাইনমেন্টের পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। অর্থাৎ আপনি আমাদের ওয়েবসাইট থেকে এইচএসসি 2021 সালের দ্বিতীয় সপ্তাহের গুগোল অ্যাসাইনমেন্ট নির্মূল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারেন। আমাদের বিশেষজ্ঞ ও শিক্ষকগণ এইচএসসি ভূগোল প্রথম পত্র বইয়ের আলোকে নির্ভুলভাবে অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করেছে। ফলে আপনি আমাদের ওয়েবসাইট থেকে উত্তর ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে অ্যাসাইনমেন্টে এ প্লাস সহ পূর্ণাঙ্গ নম্বর পেতে পারেন। অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই প্রশ্ন ভালোভাবে বুঝে প্রশ্নের ধরন অনুযায়ী এবং এবং নং অনুযায়ী অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট খাতায় লিখবেন। এইচএসসি দ্বিতীয় সপ্তাহের ভূগোল অ্যাসাইনমেন্টের উত্তর নিচে দেওয়া হল।
এইচএসসি ভূগোল দ্বিতীয় সপ্তাহ এসাইনমেন্ট প্রশ্ন 2021
অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই প্রতিটি অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে বুঝে পরবর্তীতে অ্যাসাইনমেন্ট লেখা উচিত। এতে করে ছাত্র-ছাত্রীরা প্রশ্ন বুঝে নির্ভুলভাবে এসাইনমেন্ট তৈরি করতে পারে। তাহলে অ্যাসাইনমেন্টে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। পুনরায় এইচএসসি গুগোল অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন নিচে দেওয়া হল।
দ্বিতীয় অধ্যায়ঃ পৃথিবীর গঠনঃ
অ্যাসাইনমেন্টঃ
পৃথিবীর গঠন ও পর্বতের শ্রেণীবিন্যাস।
শিখনফল/বিষয়বস্তুঃ
- পৃথিবীর বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করতে পারবে।
- পৃথিবীর ভূমিরূপ অবস্থান ও গঠন কাঠামো বর্ণনা করতে পারবে।
নির্দেশনাঃ
- ভূত্বক ও পৃথিবীর অভ্যন্তরীণ গঠন চিত্রসহ বর্ণনা।
- পৃথিবীর বিভিন্ন প্রকার পর্বত তার কঠোর অবস্থান কাঠামো চিত্রসহ বর্ণনা।
প্রশ্নঃ
- ক) ভূ-অভ্যন্তরের বিভিন্ন স্তরের বিভাজন।
- খ) পর্বতের প্রকারভেদ।
- গ) পর্বতের বৈশিষ্ট্য।
- ঘ) বিভিন্ন পর্বতের উদাহরণ।
এইচএসসি 2021 সালের ভূগোল দ্বিতীয় সপ্তাহ এসাইনমেন্ট উত্তর
প্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণকারী মানবিক বিভাগের শিক্ষার্থীরা। আপনাদের এইচএসসি ভূগোল অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর নিচে দেওয়া হল। আমরা ইন্টারনেট থেকে পর্বত গুলোর ছবি ডাউনলোড করে আমাদের ওয়েবসাইটে তুলে ধরেছে। আপনারা অ্যাসাইনমেন্ট লেখার সময় অবশ্যই নিজ হাতে পেন্সিল দিয়ে পর্বত গুলো ছবি এঁকে অ্যাসাইনমেন্ট খাতায় অ্যাপয়েন্টমেন্ট এম এর উত্তর তৈরি করবেন। নেটে এসেছি বাট 2021 দ্বিতীয় সপ্তাহ ভূগোল অ্যাসাইনমেন্টের উত্তর প্রদান করা হলো।
উত্তরঃ
ক) ভূ–অভ্যন্তরের বিভিন্ন স্তরেরঃ
বহিঃগুরুমন্ডলঃ
কার্বন সিলিকন ও লৌহ দ্বারা গঠিত এই স্তরটি 30-700 কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। ক্রোমিয়াম (Cr), লােহা (Fe), সিলিকন (si) ও ম্যাগনেসিয়াম (Mg) এই স্তরের প্রধান উপাদান বলে একে ক্রোফেসিমা বলা হয়।
অন্তঃগুরুমন্ডলঃ
সিলিকন, ম্যাগনেসিয়াম, লৌহ ও নিকেল দ্বারা গঠিত এই স্তরটি 7oo-29oo কিমি গভীরতা পর্যন্ত বিস্তৃত। নিকেল (Ni), লােহা (Fe) সিলিকন ( Si) ও ম্যাগনেসিয়াম(Mg) এই স্তরের প্রধান উপাদান বলে একে নিফেসিমা বলা হয়।
কেন্দ্রমভলঃ
পৃথিবীর প্রবল মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে ভূ কেন্দ্রের চারপাশে লােহা, নিকেল প্রভৃতি কেন্দ্রীভূত হয়ে সব থেকে ভারী ও ঘন সংঘবদ্ধ উপাদানে গঠিত অঞ্চল বা স্তর গঠন করেছে তাকে কেন্দ্রমন্ডল বলে। ভূতত্ববিদ এডােয়ার্ড সুরেশ পৃথিবীর কেন্দ্রে 4000 মাইল বিস্তৃত ভারী ধাতব পদার্থ নিকেল (Ni) ও লােহা (Fe) দ্বারা গঠিত অঞ্চল কে NIFE বলেছেন। প্রচণ্ড তাপে ও চাপে এখানকার উপাদান গুলি ঘন ও স্থিতিস্থাপক অবস্থায় আছে। কেন্দ্রীয় চারপাশে 3475 কিমি জুড়ে বিস্তৃত।
খ নং প্রশ্নের উত্তরঃ
ভূপৃষ্ঠের অতি উচ্চ, সুবিস্তৃত এবং খাড়া ঢাল বিশিষ্ট শিলাস্তুপকে পর্বত বলে। পর্বত সাধারণত ৬০০ মিটারের অধিক উচ্চতা বিশিষ্ট হয়। তবে পর্বতের উচ্চতা সমুদ্র সমতল থেকে কয়েক হাজার মিটার উচ্চ হতে পারে উৎপত্তিগত বৈশিষ্ট্যের ভিত্তিতে পর্বতকে চার ভাগে ভাগ করা যায়।
‘গ’ নং প্রশ্নের উত্তরঃ
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যঃ
- প্রধানত পাললিক শিলাস্তর দ্বারা এই পর্বত গঠিত হয়।
- ভঙ্গিল পর্বতে আগ্নেয়শিলারও প্রাধান্য দেখা যায়। ও ভাতের ফলে এই পর্বতে উধ্বর্ডাজ ও অপােভজ দেখা যায়।
আগ্নেযআত পর্বতের বৈশিষ্ট্যঃ
- ভূপৃষ্ঠের দুর্বল অংশ বা পাত সীমানা বরাবর আগ্নেয় পর্বত দেখা যায়।
- আগ্নেয় পার্বত্য অঞ্চল ভূমিকম্পপ্রবণ।
- আগ্নেয় পর্বতে এক বা একাধিক জ্বালামুখ
স্তূপ পর্বতের বৈশিষ্ট্যঃ
- দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ হেলানাভাবে উথিত হলে স্তূপ পর্বতের সৃষ্টি হয়। হয়।
- স্তূপ পর্বতের একদিকের ঢাল খুব খাড়া হয়, অন্যদিক মৃদু ঢালঘুকু,হ
- স্তূপ পর্বতের উপরিভাগ প্রায় সমতল হয়।
ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্যঃ
- ক্ষয়জাত পর্বতের উচ্চতা বেশি হয় না।
- এরুপ পর্বতের উপরিভাগ খুব উঁচু নিচু বা অসমতল হয় না।
- পর্বতের ঢাল মৃদু প্রকৃতির হয়।
‘ঘ’ নং প্রশ্নের উত্তর প্রত্যেকটি পর্বতের উদাহরণ নিচে তুলে ধরা হলােঃ
ভঙ্গিল পর্বত বা ভাঁজ পর্বত –
- এশিয়ার হিমালয় (নবীনতম)
- দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত
- উত্তর আমেরিকার রকি পর্বতঃ
- ইউরােপের আল্পস পর্বতমালা
স্তূপ পর্বতঃ
সারা পৃথিবীব্যাপী এই ধরনের স্থূপ পর্বতের উপস্থিতি লক্ষ্য করা যায়।
- ভারতের পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল।
- আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্রেট বেসিন অঞ্চল
- ইউরােপের জার্মানির রাইন নদীর গ্রস্থ উপত্যকার পশ্চিমে অবস্থিত
- ব্ল্যাক ফরেস্ট পর্বত
- ভারতের সাতপুরা
- বিন্ধ্যপর্বত হােস্টের
আগ্নেয় পর্বতঃ
- জাপানের ফুজিয়ামা
- ভারতের ব্যারেন
- নারকোভাম
- ইতালির ভিসভিসায়
ক্ষযজাত পর্বতঃ
- ভারতের নীলগিরি শুশুনিয়া
- পূর্বঘাট পরেশনাথ
- রাজমহল পর্বত
আরও দেখুনঃ
এইচএসসি সমাজবিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2021। HSC পরীক্ষার্থী ব্যাচ 2021 [২য় সপ্তাহ] অ্যাসাইনমেন্ট
এইচএসসি ইতিহাস ১ম সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ব্যাচ-2021 । HSC পরীক্ষার্থী -2021 অ্যাসাইনমেন্ট
সকল পোস্টের আপডেট পেতে নিচের ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।