তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা।

এইচএসসি 2022 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যা বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড গতকাল এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারণ করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল। আপনি আমাদের ওয়েবসাইট থেকে একইসাথে এইচএসসি 2022 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের ব্যাখ্যাসহ প্রশ্ন এবং উত্তর প্রশ্নের আলোকে এক নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর পেতে নিচের অংশ ভালভাবে দেখুন।

এইচএসসি 2022 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন

2022 সালের এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের পাশাপাশি আমরা এর প্রশ্ন প্রকাশ করেছি। যাতে করে ছাত্র-ছাত্রীরা প্রশ্ন দেখে বুঝে পরবর্তীতে অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করে নিতে পারেন। নিচে ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন তুলে ধরা হলো।

অ্যাসাইনমেন্টঃ

তথ্য ও যােগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী অবলোকনের জন্য আগত দর্শনার্থীদের হাতের আঙ্গুলের ছাপ ও মানব সাদৃশ্য যন্ত্র দ্বারা নিরাপত্তা প্রদানে ব্যবহৃত প্রযুক্তিসমূহের ব্যাখ্যা।

নির্দেশনাঃ

  1. ভার্চুয়াল রিয়েলিটির ধারণা এবং বাস্তব জীবনে এর প্রয়োগ ও প্রভাব
  2. বায়ােমেট্রিক্সের ধারণা, প্রকারভেদ ও প্রয়ােগের ক্ষেত্রসমূহ
  3. রােবটিকসের ধারণা এবং প্রয়ােগের ক্ষেত্রসমূহ

এইচএসসি 2022 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহ এসাইনমেন্ট উত্তর

প্রিয় এইচএসসি 2022 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। যে সকল ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত বাংলাদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত এইচএসসি 2022 সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন অথবা প্রশ্ন এবং উত্তর কোনটিই পাননি, তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।চলন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর দেখে নেয়া যাক।

উত্তরঃ

ভূমিকাঃ

আধুনিক যুগে যখন বিশ্বায়নের প্রভাব পৃথিবীর সর্বোচ্চ স্তর থেকে আমাদের ঘরের অন্দরমহল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন বিশ্বব্যাপী তথ্য এবং যােগাযােগ প্রযুক্তির ব্যাপক গুরুত্বকে অস্বীকার করা যায় না। সময়ের সাথে পাল্লা দিয়ে পৃথিবীর মােট জনসংখ্যা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি বৃদ্ধি পেয়েছে নানা ক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির ব্যবহার।

ভার্চুয়াল রিয়েলিটিঃ

প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনার উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবের বাস্তবতা বলে। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম, যাতে মডেলিং ও অনুকরণবিদ্যা প্রযােগের মাধ্যমে মানুষ কৃত্রিম ত্রিমাত্রিক ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযােগ স্থাপন বা উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়েলিটিতে অনুকরণকৃত পরিবেশ হুবহু বাস্তব পৃথিবীর মতাে হতে পারে। এ ক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়েলিটি থেকে বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায়। এতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহারকারী সম্পূর্ণরূপে একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত হয়ে যায়। তথ্য আদান প্রদানকারী বিভিন্ন ধরনের ডিভাইস সংবলিত হেড মাউন্ডেড ডিসপ্লে , ডেটা স্লোভ, পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা হয়।

বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়ােগঃ

প্রকৌশল ও বিজ্ঞান-বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণা। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ব্যবহার বৃদ্ধি ও সহজীকরণ। গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন। বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার! প্রয়ােগবিধি ও ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সিমুলেশন তৈরি। খেলাধুলা ও বিনােদন—ভার্চুয়াল রিয়ালিটির কল্যাণে বিভিন্ন খেলাধুলার নিয়ম-কানুন সম্পর্কে জানা যাচ্ছে। কম্পিউটারের সঙ্গে কোন খেলায় অংশগ্রহণ সহজ হচ্ছে। দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে নির্মিত হচ্ছে ঐতিহাসিক সব ছবি। সবার কাছে জনপ্রিয়তা অর্জন করেছে বৈজ্ঞানিক কল্পকাহিনি বা পৌরাণিক কাহিনিনির্ভর ছবি। কম্পিউটার ও যােগাযােগ–সার্কিট বা ডায়াগ্রাম ডিজাইন। কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার তৈরি। ব্যবসা ও বাণিজ্যে–এর মাধ্যমে ক্রেতারা পণ্যের গুণগত মান যাচাই এবং পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক বা পার্শ্বপ্রতিক্রিয়া নিরূপণ করতে পারে। ভােক্তা ও ক্রেতার কাছে পণ্যের ব্যবহারপদ্ধতি ও সুবিধাদি উপস্থাপন, ব্যাবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, উত্পাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন।

শিক্ষাক্ষেত্রে এর মাধ্যমে শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলাে সহজে উপস্থাপন করা। পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা। স্বাস্থ্যসেবা—ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহারের অন্যতম বৃহত্ ক্ষেত্র হচ্ছে। চিকিত্সাবিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষমভাবে সম্পন্ন করা সম্ভব হয়। চিকিত্সকদের নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। গেমস তৈরি—ভার্চুয়াল রিয়ালিটির ব্যাপক প্রয়ােগ হচ্ছে গেমস তৈরি করতে। বাজারে প্রচলিত বেশির ভাগ গেমসই এ মডেল অনুসরণ করে তৈরি। যেমন— ভার্চুয়াল স্পাের্টস, ভার্চুয়াল পুলিশ কপ ইত্যাদি মহাশূন্য অভিযান— ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তি প্রয়ােগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের ছাত্র-শিক্ষকরা সৌরজগত্ মহাকাশের গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান গঠন-প্রকৃতি ও গতিবিধি গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব ও উপস্থিতি সম্পর্কে সহজেই ধারণা অর্জন করতে পারে।

বাস্তব জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবঃ

ভবিষ্যতে যখন ভার্চুয়াল রিয়েলিটি অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে, তখন তা বিনােদন থেকে শুরু করে যােগাযােগ পর্যন্ত প্রায় সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে। বিভিন্ন পেশা ও গবেষণায় ভার্চুয়াল রিয়েলিটির প্রয়ােগের ফলে সমাজে এর ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের প্রভাব পড়বে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

ইতিবাচক প্রভাবঃ

চিকিৎসাক্ষেত্রেঃ উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। বর্তমানে সার্জিক্যাল প্রশিক্ষণে এসআইএসটি ভার্চুয়াল রিয়েলিটি ল্যাবরােস্কোপিক প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান করা হয়। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাবরােস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল শেখানাে হয়। শিক্ষানবিশ সুবিধাজনক উপায়ে বাস্তবে অপারেশন থিয়েটারে কাজ করার অভিজ্ঞতা অর্জন গৱেঝ এর ফলে অন্তত সহজে ও করেন। ভার্চুয়াল অপারেটিং কক্ষে ছাত্ররা কৌশলগত দক্ষতা, অপারেশন এবং রােগসম্পর্কিত তাত্ত্বিক বিষয়াদির কার্যাবলি অনুশীলন করতে সক্ষম হন।

ড্রাইভিং প্রশিক্ষণঃ ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে আজকাল ড্রাইভিং শেখানাে হচ্ছে। স্বল্প মুল্যের মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হওয়ায় বিভিন্ন ধরনের ভার্চুয়াল রিয়েলিটি ড্রাইভিং সিমুলেটর উন্নয়ন করা হয়েছে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে ড্রাইভিং প্রশিক্ষণের জন্য চালককে একটি নির্দিষ্ট আসনে বসতে হয়। চালকের মাথায় পরিহিত হেড মাউন্ডেড ডিসপ্লে সাহায্যে কম্পিউটার দ্বারা সৃষ্টি যানবাহনের অভ্যন্তরীণ অংশ এবং আশপাশের রাস্তায় পরিবেশের একটি মডেল দেখানাে হয়। এর সঙ্গে যুক্ত থাকে একটি হেড ট্রাকিং সিস্টেম। ফলে, ব্যবহারকারী যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক অংশের ৩৬০ ডিগ্রি দর্শন লাভ করেন এবং কম্পিউটারসৃষ্ট পরিবেশে মগ্ন থাকেন।

সামরিক বাহিনীতেঃ সামরিক বাহিনীতে অনেক বছর ধরে মিলিটারি প্রশিক্ষণে ফ্লাইট সিমুলেটর ব্যবহৃত হয়ে আসছে। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে প্রচলিত ফ্লাইট সিমুলেটরের আরও উন্নতি সাধন করা সম্ভব। এ ছাড়া ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সিমুলেটেড ওয়ার দ্বারা সেনাদের অনেক বেশি বাস্তব ও উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে।

ব্যবসা-বাণিজ্যেঃ ব্যবসা-বাণিজ্যেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার করে তথ্য ও যােগাযােগব্যবস্থাকে আরও সহজ করা সম্ভব। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে ফাইল কেবিনেট দিয়ে কম্পিউটারের ডেক্সটপে তথ্য খুঁজতে হবে না; বরং ব্যবহারকারী নিজেই ফাইল ড্রয়ার খুলতে পারবে এবং নিজের হাতে ফাইলগুলাে সাজাতে পারবে।

নেতিবাচক প্রভাবঃ

ব্যয় বৃদ্ধিঃ ভার্চুয়াল রিয়েলিটির সরঞ্জামাদির চড়া দাম ও জটিলতা হচ্ছে বর্তমানে বিজ্ঞানীর প্রধান দুটি সমস্যা।

অতিমাত্রায় প্রযুক্তিনির্ভরঃ বর্তমান সমাজের মনুষ্যত্বহীনতা ইস্যুটি হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির আরও একটি নেতিবাচক দিক। পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আমাদের মনুষ্যত্ব ধরে রাখতে হবে এবং একই সঙ্গে খেয়াল রাখতে হবে যেন আমরা প্রযুক্তি দ্বারা পরিচালিত না হই। কিন্তু যদি বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী ভার্চুয়াল রিয়েলিটি বিস্ততি লাভ করে, তাহলে মানুষের পারস্পারিক ক্রিয়া উল্লেখযােগ্য হারে হ্রাস পাবে। কারণ, মানুষ তখন ভার্চুয়াল রিয়েলিটি দ্বারা বাস্তব জীবনের চেয়েও অনেক ভালাে বন্ধু এবং মনের মতাে। পরিবেশ পাবে। আর মানুষ যদি এভাবে কালাে চশমা আর গ্লাভসকে মানুষ ও সমাজের বিকল্প হিসেবে বেছে নেয়, তাহলে মানবসমাজ বিলপ্ত হতে আর বেশি সময় লাগবে না।

কল্পনানির্ভরঃ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে মানুষ তার কল্পনার রাজ্যে ইচ্ছেমতাে বিচরণ করতে পারে। ফলে, দেখা যাবে যে বেশির ভাগ সময় কাটাবে কল্পনার জগতে এবং খুব কম সময় থাকবে বাস্তব জগতে। কিন্তু এভাবে যদি মানুষ কল্পনা ও বাস্তবের মধ্যে পার্থক্য বুঝতে না পারে তাহলে এই পৃথিবী চরম অনিশ্চয়তার সম্মুখীন হবে। স্বাস্থ্যের ক্ষতিঃএ ছাড়া গবেষণায় দেখা গেছে যে ভার্চুয়াল রিয়েলিটি মানুষের স্বাস্থ্যের জন্যও হানিকর। এটি টি মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির ক্ষতি সাধন করে।

বায়ােমেট্রিক্সের ধারণাঃ

বায়ােমেট্রিকস হলাে বায়ােলজিক্যাল ডাটা পরিমাপ এবং বিশ্লেষণ করার প্রযুক্তি। বায়ােমেট্রিকস হলাে এমন একটি প্রযুক্তি, যেখানে কোনাে ব্যক্তির গঠনগত এবং আচরণগত বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা শনাক্ত করা হয়। গ্রিক শব্দ ‘Bio’, যার অর্থ খরভব বা প্রাণ ও ‘metric’ যার অর্থ পরিমাপ করা। খ্রিস্টপূর্ব ৫০০ অব্দে ব্যাবিলিয়ানরা ব্যাবসায়িক কাজে ছােট ছােট শুকনাে কাদার খণ্ডে আঙুলের ছাপ দিয়ে থাকত। ১৮৯১ সালে আর্জেন্টিনার Juan Vucetich দিয়ে অপরাধী ধরার পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে আধুনিক যুগের আঙুলের ছাপের ব্যবহার শুরু করেন।

বায়ােমেট্রিক্সের প্রকারভেদঃ

দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়ােমেট্রিক্স পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। যথা দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতিঃ

মুখ (Face)ঃমুখ বা চেহারার বৈশিষ্ট্য (facial characteristics) বিশ্লেষণ করা।

ফিঙ্গারপ্রিন্ট (Fingerprint) ঃপরত্যেকের আলাদা একক বৈশিষ্ট্যপূর্ণ হাতের ছাপ বিশ্লেষণ করা।

হ্যান্ড জিওমেটরি (Hand Geometry)ঃহাতের গঠন (shape) এবং আঙ্গুলের দৈর্ঘ্যের মাপ বিশ্লেষণ করা।

আইরিস (Iris) ঃচোখের মণির চারিপার্শ্বে বেষ্টিত রঙিন বলয় (colored ring) বিশ্লেষণ PSD NEWS

রেটিনা (Retina)ঃ চোখের পিছনের অক্ষিপটের (রেটিনার) মাপ বিশ্লেষণ করা।

শিরা (Vein)ঃহাত এবং কজির শিরার প্যাটার্ন বিশ্লেষণ করা।

আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতিঃ

কণ্ঠস্বর (Voice)ঃপরত্যেকের কণ্ঠের ধ্বনির বৈশিষ্ট্য, সুরের উচ্চতা, সুরের মূর্ঘনা, স্পন্দনের দ্রুততা ইত্যাদি বিশ্লেষণ করা।

সিগনেচার (Signature) ঃহাতের দস্তখত বিশ্লেষণ করা।

টাইপিং কী স্ট্রোক Typing Keystroke) নির্দিষ্ট কোন পাসওয়ার্ড যা টাইপ

বায়ােমেট্রিক্স প্রয়ােগের ক্ষেত্রসমূহঃ

শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসে তাদের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর উপস্থিতি ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বায়ােমেট্রিক্স | বযবহৃত হয়। পাসপাের্ট তৈরিঃ বিদেশে গমনের জন্য পাসপাের্ট তৈরি এবং ব্যক্তির নিরাপত্তা ও তথ্য নিশ্চিতে বায়ােমেট্রিক্স ব্যবহৃত হচ্ছে। যানবাহন চলাচলের ক্ষেত্রে কারও কাছে ড্রাইভিং লাইসেন্স না থাকলে সে কথনাে যানবাহন চালাতে পারবে না। আর এই লাইসেন্স তৈরির ক্ষেত্রেও বায়ােমেট্রিক্স ব্যবহৃত হ্য। ব্যাংকিংক্ষেত্রে ব্যাংকের লেনদেনে যেন কোনভাবেই সমস্যার সৃষ্টি না হয় |

অর্থাৎ একজনের টাকা অন্যজন যেন উত্তোলন | করতে না পারে তা নিরাপত্তায় ‘ বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়। জাতীয় পরিচয়পত্র তৈরিতে : দেশের নাগরিকদের ভােটাধিকার নিশ্চিত এবং সর্বক্ষেত্রে নিজের পরিচিতি নিশ্চিতের জন্য যে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয় তা তৈরিতেও বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়। মােবাইল সিম নিবন্ধনেঃ বর্তমান সরকার দেশের সব মােবাইল সিম নিবন্ধনে। বায়ােমেট্রিক্স বাধ্যতামূলক করার পাশাপাশি তা কার্যকর করেছে।

বােবটিক্সের ধারণাঃ

কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন | মানুষের মতাে কাজ করে তাকে বলা হয় রােবট। আর প্রযুক্তির যে শাখায় রােবটের নকশা , গঠন ও কাজ নিয়ে আলােচনা করা হয়। সেই শাখাকে রােবটিক্স বলা হয় । এই| পরযুক্তির মাধ্যমে রােবটের দর্শন ক্ষমতা , স্পর্শ ক্ষমতা , হাত ও পায়ের যথাযথ পরিচালন , চলাচলের ক্ষমতা, শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে। রােবটিক্স প্রযুক্তির উন্নয়নের ধারা অব্যাহত আছে’ রােবট অত্যন্ত দ্রুত ক্লান্তিহীন ও |

নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র । রােবটের সাহায্যে যে কোন প্রতিকূল পরিবেশে কাজ করা যায়। তবে রােবট তৈরি করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার || পায়ের যথাযথ পরিচালন চলাচলের ক্ষমতা , শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে। রােবটিক্স প্রযুক্তির উন্নয়নের ধারা অব্যাহত আছে’ রােবট অত্যন্ত দ্রুত ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র । রােবটের সাহায্যে যে কোন প্রতিকূল পরিবেশে কাজ করা যায়। তবে রােবট তৈরি [ ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার। জাপানের মুরাতা কোম্পানির ” মুরাতা ব্য ” হান্ডাে কোম্পানির ” আসিমাে ” , মনি কর্পোরেশনের ” আইবাে ” ইত্যাদি রােবট প্রায় মানুষের মতই বিশেষ কোন কাজ করতে পারে।

রােবটিক্স প্রয়ােগের ক্ষেত্রসমূহঃ

বিপজ্জনক কাজেঃ মানুষের পক্ষে যে সব কাজ অত্যন্ত বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ, যেমন সমুদ্রের তলদেশে, যে কোনাে অনুসন্ধানী কাজে, মাইন ইত্যাদি বিস্ফোরক দ্রব্য নিষ্ক্রিয়করণে, নিউক্লিয়ার শক্তি কেন্দ্রে, খনির অভ্যন্তরের কোনাে কাজে, নদী-সমুদ্রের নিচে টানেল নির্মাণ ইত্যাদি কার্যক্রমে রােবট ব্যবহৃত হয়। শিল্প-কারখানায়ঃ শিল্পোৎপাদন কাজে, শিল্প-কারখানার ভারী বস্তু নড়াচড়া করানাে, প্যাকিং, সংযােজন, | পরিবহন ইত্যাদি শ্রমসাধ্য কাজ ছাড়াও কম্পিউটার এইডেড কাজে রােবটিক্স-এর ব্যবহার রয়েছে। সূক্ষাতিসূক্ষম কাজেঃ মাইক্রোসার্কিটের উপাদান পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষণ কাজ এবং ইলেকট্রনিক আইসি, প্রিন্টেড সার্কিট বাের্ড ইত্যাদির তৈরির জন্য রােবট ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রেঃসার্জারি, জীবাণুমুক্তকরণ, বিতরণ ইত্যাদি কাজে রােবট সামরিক ক্ষেত্রেঃবিস্ফোরক দ্রব্য শনাক্তকরণ, বােমা নিষ্ক্রিয়করণ, যুদ্ধক্ষেত্রে এবং অন্যান্য মিলিটারি অপারেশনে রােবট ব্যবহৃত হয়। ব্যবহৃত হয়।

শিক্ষা ও বিনােদনেঃশারীরিকভাবে অসুস্থ, পঙ্গু বা অটিস্টিক শিক্ষার্থীদেরকে বিশেষ শিক্ষা ব্যবস্থায় রােবটের ব্যাপক ব্যবহার রয়েছে। শিশুদের চিত্তবিনােদনের ক্ষেত্রে খেলনা রােবট এবং মিডিয়া আর্টের ক্ষেত্রেও রােবট ব্যবহৃত হয়। নিরাপত্তা ও পর্যবেক্ষণেঃ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার জন্য, অন্ধকারে কোনাে আগন্তুককে পর্যবেক্ষণ করার জন্য, দুষ্কৃতকারী কিংবা বিপজ্জনক আসামীকে ধরার কাজে এবং পর্যবেক্ষণ ইত্যাদিতে পুলিশকে রােবট সহায়তা দিতে থাকে। মহাকাশ গবেষণায়ঃমহাকাশে কিংবা অন্য গ্রহ-উপগ্রহ সম্পর্কিত নানাবিধ তথ্যানুসন্ধান ও বৈজ্ঞানিক কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বা মহাকাশ যান প্রেরণ। করার সময় ব্যাপকহারে রােবটের ব্যবহার আছে। ঘরােয়া কাজেঃদৈনন্দিন ঘরােয়া কাজে, গৃহকর্মী হিসেবে নিত্যনৈমিত্তিক কার্যাদি সম্পাদনের জন্য রােবট ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে রােবটের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা আরাে ব্যাপকভাবে সম্পৃক্ত করে রােবটকে অনেক নতুন নতুন কাজে ব্যবহার করা হবে।

উপসংহারঃ

প্রযুক্তি হল সভ্যতার কাছে এক প্রকার | আশীর্বাদসরূপ । আর তথ্যপ্রযুক্তি সেই আশীর্বাদের সবচেয়ে বড় উপহার। বর্তমান যুগ একদিকে যেমন তথ্য নির্ভর , তেমনি প্রযুক্তি নির্ভর । বিজ্ঞানের আশীর্বাদে এই দুযের অভিনব মেলবন্ধন আজ সম্ভব হয়েছে। তাই বহু নেতিবাচক প্রভাব থাকলেও বর্তমানে তথ্যপ্রযুক্তির গুরুত্বের কথা আর অস্বীকার করা যায় না।

আরও দেখুনঃ

এইচএসসি 2022 ইসলামের ইতিহাস ও সংস্কৃতি [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর। HSC 2022 Assignment

এইচএসসি 2022 সালের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর। HSC Batch 2022 Assignment

 2022 এইচএসসি রসায়ন [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর। এইচএসসি পরীক্ষার্থী-2022

এইচএসসি 2022 ইতিহাস [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট উত্তর। HSC Exam Batch-2022

Check Also

৭ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2022। Class 7 {3rd-Week} Science

সপ্তম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এসাইনমেন্ট শেষ হতে না হতেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের …