আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবার এর ৩ জন অংশীদার। তাদের নিট লাভ ক্ষতির বন্টনের অনুপাত যথাক্রমে ৩ঃ২ঃ১।

এসএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের নির্ধারিত প্রশ্নের নির্ভুল ও পূর্ণাঙ্গ সমাধান আমাদের ওয়েবসাইটে allexamresult.com এর মাধ্যমে প্রকাশ করা হলো। যারা আমাদের এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্নের অংশ থেকে ক্লিক করে এখানে এসেছেন অথবা যারা এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ সমাধান খুঁজছেন। তাদের জন্য আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ এবং নির্ভুল সমাধান প্রকাশ করেছি।

আমরা আমাদের ওয়েবসাইটের লিখিত উত্তরের পাশাপাশি এর স্বচ্ছ ছবি প্রকাশ করেছি। এইচএসসি 2022 সালের পরীক্ষার্থী অথবা যারা বর্তমানে একাদশ শ্রেণিতে আছেন তাদের জন্য উক্ত অ্যাসাইনমেন্ট বাধ্যতামূলক। তাই আমরা এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে পারি যে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট এর উত্তর নির্ভুল এবং পূর্ণাঙ্গ। এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের পূর্ণাঙ্গ সমাধান পেতে পুরো পোস্টেটি সম্পূর্ণরূপে পড়ুন।

আরও দেখুনঃ

এসএস সি ৩য়-সপ্তাহ গণিত অ্যাসাইনমেন্ট সমাধান 2021। [১০ম শ্রেণী] গণিত অ্যাসাইনমেন্ট পিডিএফ উত্তর

Table of Contents

এইচএসসি হিসাববিজ্ঞান ২য়-পত্র অ্যাসাইনমেন্ট প্রশ্ন ২০২১

প্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থী বৃন্দ। আপনারা অ্যাসাইনমেন্ট লেখার পূর্বে অবশ্যই অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে তারপর অ্যাসাইনমেন্ট লিখবেন। বিশেষ করে হিসাববিজ্ঞান এসাইনমেন্ট এর প্রত্যেকটি ধারা ভালো করে পড়ে বুঝতে হবে। কেননা কোন দাখিলা বাদ পড়ল অথবা ভুল হলে পুরো অংকটি ভুল হওয়ার সম্ভাবনা থেকে যায়। নিছে এইচএসসি হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য নির্ধারিত হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন তুলে ধরা হলো।

বিষয়ঃ হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র

এসাইনমেন্টঃ

অংশীদারী কারবারের মুনাফা বন্টন অংশীদারদের মূলধন নির্ণয় করো।

আবু, বাবু এবং লাবু একটি অংশীদারি কারবার এর ৩ জন অংশীদার। তাদের নিট লাভ ক্ষতির বন্টনের অনুপাত যথাক্রমে ৩ঃ২ঃ১।

২০২০ সালের ১ লা জানুয়ারি তারিখে অংশীদারগণ মূলধন ছিল আবু ৪০০০০০ টাকা বাবু ৩০০০০০ লাখ টাকা এবং লাবু ৪০০০০০ টাকা।

আবু এবং লাবু তাদের সার্বণিক সার্বক্ষণিক কাজের জন্য ব্যবসা হতে যথাক্রমে ৮০০০টাকা এবং ৬০০০০ টাকা করে মাসিক বেতন পাবেন।

মূলধন এবং উত্তোলন উভয়ের উপর। বার্ষিক ৫% হারে সুদ ধার্য করতে হবে। প্রত্যেক মাসের শেষ তারিখে সারা বছর ধরে আবু বাবু এবং হাবু ব্যবসায় হতে যথাক্রমে ১২০০০টাকা, ৬০০০ এবং ৬০০০ টাকা করে নগদ উত্তোলন করেন।

বছরের মাঝামাঝি লাবু ব্যবসায়ে ৫০০০০ টাকা ঋণ প্রদান করে।

আবু এবং বাবু যৌথভাবে লাবুকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে লাবু তার বেতন এবং মূলধনের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ কমপক্ষে ৭০০০০ টাকা পাবেন।

উপরোক্ত সমন্বয় গুলো সাধন করার পূর্বে 2020 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য ব্যবসা এর নিট মুনাফা ৪০০০০০ টাকায় উপনীত হয়।

  1. ক) 2020 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)
  2. খ) অংশীদার আবু এবং বাবুর মূলধন হিসাব প্রস্তুত করো। (পরিবর্তনশীল মূলধন পদ্ধতি)
  3. গ) লাভপুর চলতি ও মূলধন হিসাব প্রস্তুত করো। (স্থায়ী মূলধন পদ্ধতি)

শিখনফল ও বিষয়বস্তুঃ

  • অংশীদারি ব্যবসায়ের উপাদান সমূহের ব্যাখ্যা প্রদান করতে পারবে।
  • চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের অমীমাংসিত বিষয়সমূহ নিষ্পত্তি করতে পারবে।
  • লাভ ক্ষতি বন্টন হিসাব তৈরি করে অংশীদারদের মুনাফার অংক নির্ণয় করতে পারবে।
  • অংশীদার মূলধন হিসাব এবং অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে পারবে।

হিসাববিজ্ঞান ২য়-সপ্তাহ এসাইনমেন্ট উত্তর ২০২১

আমরা আমাদের প্রকাশিত পোষ্টের এই অংশে হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর পরিপূর্ণ সমাধান তুলে ধরলাম। ছাত্র-ছাত্রীরা আমাদের প্রকাশিত হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্রের এসাইনমেন্ট এর সমাধান ডাউনলোড করে পূর্ণাঙ্গ নম্বর পেতে পারেন। আমরা আমাদের ওয়েবসাইটে লিখিত উত্তরের পাশাপাশি পিডিএফ উত্তর প্রকাশ করে থাকে। যাতে করে ছাত্রছাত্রীরা তাদের কাঙ্খিত বিষয়ের উত্তর ডাউনলোড করে পরবর্তীতে অফলাইন থেকে কপি করতে পারে। উত্তর অবশ্যই নিজ হাতে সালমান খাতায় লিখে নির্দেশ কলেজের শিক্ষকদের কাছে জমা প্রদান করতে হবে। এইচএসসি হিসাববিজ্ঞান দ্বিতীয় সপ্তাহ পিডিএফ উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

আরও দেখুনঃ

দশম শ্রেণি পদার্থবিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2021। এসএস সি [৩য়-সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর ডাউনলোড

দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর 2021। এসএসসি [৩য়-সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর ডাউনলোড

দশম শ্রেণী ভূগোল ও পরিবেশ অ্যাসাইনমেন্ট উত্তর 2021। এসএসসি [৩য়-সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান

সকল পোস্টের আপডেট পেতে ‍নিচের ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।

Check Also

১০ম শ্রেণি [৩য় সপ্তাহ] ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের পাশাপাশি ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন …