হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুষ্ঠিত হয়েছে। যেমন, ধান উৎপাদন যখন 16 10 অশূন্য মন হয় তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0. ১০ ও16 মন

এইচএসসি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত অর্থনীতি প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর সম্পূর্ণ এবং পরিপূর্ণ সমাধান তৈরি করে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হলো। আমরা এখানে এইচএসসি অর্থনীতি বিষয়ের সম্পূর্ণ নির্ভুল এবং সঠিক সমাধান তৈরি করে প্রকাশ করেছি। যা আপনাদের অ্যাসাইনমেন্টে পরিপূর্ণ নম্বর পেতে সহযোগিতা করবে। আপনারা আমাদের ওয়েবসাইট থেকে উত্তর সংগ্রহ করে নির্দেশনা অনুযায়ী এসাইনমেন্ট তৈরি করে নিজ নিজ কলেজে জমা প্রদান করবেন। এইচএসসি অর্থনীতি অ্যাসাইনমেন্ট এর পরিপূর্ণ এবং নির্ভুল সমাধান পেতে আমাদের পুরো পোস্টটি ভালভাবে শেষ পর্যন্ত পড়ুন।

আরও দেখুনঃ

এইচ এস সি ২য়-সপ্তাহ প্রকাশিত সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সমাধান এখানে

এইচএস সি অর্থনীতি ২য়-সপ্তাহ এসাইনমেন্ট সমাধান 2021। [২য়-পত্র] অ্যাসাইনমেন্ট পিডিএফ উত্তর

এইচএস সি হিসাববিজ্ঞান ২য়-সপ্তাহ এসাইনমেন্ট পূর্ণাঙ্গ সমাধান 2021। [২য়-পত্র] পিডিএফ উত্তর ডাউনলোড

এইচএসসি পৌরনীতি ও সুশাসন [২য়-সপ্তাহ] অ্যাসাইনমেন্ট পূর্ণাঙ্গ সমাধান 2021। ২য়-পত্র উত্তর ডাউনলোড

Table of Contents

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত প্রশ্নঃ

হাওর এলাকার কৃষক সালামত সাহেবের একখণ্ড জমিতে ধান ও গম উৎপাদনের ক্ষেত্রে নিম্নরূপ বিকল্প সম্ভাবনা অনুষ্ঠিত হয়েছে। যেমন, ধান উৎপাদন যখন 16 10 অশূন্য মন হয় তখন গম উৎপাদন হয় যথাক্রমে 0. ১০ ও16 মন।

প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ।

শিখনফল ও বিষয়বস্তুঃ

  1. মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান।
  2. উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন।
  3. নির্বাচন জনিত সমস্যার পরিপ্রেক্ষিতে মৌলিক অর্থনৈতিক সমস্যা সমূহ চিহ্নিত করন।
  4. মৌলিক অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে বিভিন্ন অর্থব্যবস্থার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয় করতে পারবে।

নির্দেশনা/সংকেতঃ

  • উৎপাদন সম্ভাবনা রেখা এর ধারণা।
  • উৎপাদন সম্ভাবনা রেখা এর চিত্রাংকন।
  • অ-অর্জনযোগ্য পূর্ণ নিয়োগ ও সম্পদের অপূর্ণ ব্যবহার।
  • শিল্প প্রধান এবং কৃষিপ্রধান অর্থনীতির ক্ষেত্রে উৎপাদন সম্ভাবনা রেখা।
  • প্রাপ্ত তথ্যের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনৈতিক তাৎপর্য বিশ্লেষণ।

আরও দেখুনঃ

HSC English Assignment Answer 2021- এইচএস সি [২য়-সপ্তাহ] ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান

এইচএসসি যুক্তিবিদ্যা ২য়-সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর 2021। যুক্তিবিদ্যা [২য় পত্র] উত্তর ডাউনলোড।

উত্তরঃ

উৎপাদন সম্ভাবনা রেখা অর্থনৈতিক তাৎপর্য

উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ দিয়ে দুটি দ্রবের কি পরিমাণ উৎপাদন করা যায় তার সম্ভাব্য সংমিশ্রণ প্রকাশ পায়। অভাব অসীম কিন্তু সে তুলনায় সম্পদ সীমিত। এজন্য আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা দুষ্প্রাপ্যতার সম্মুখীন হয়। এ দুষ্প্রাপ্যতার সমস্যা উৎপাদন সম্ভাবনা রেখা দ্বারা বিশ্লেষণ করা হয়। অধ্যাপক R.G. Lipsy এর মতে, উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যে রেখা বিভিন্ন দ্রব্যের এরূপ বিকল্পসমূহ উপস্থাপন করে সেগুলো দ্রুত অর্জন করা সম্ভব যদি উৎপাদন সম্পূর্ণ ব্যবহার করে।

 

অ্যাসাইনমেন্টের উল্লেখিত উদ্দীপক উৎপাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করে দেখা যায়। গম Y দ্রব্য এবং ধান X দ্রব্য। এখন উৎপাদন সম্ভাবনা রেখার দিকে তাকাই। X দ্রব্য ধান যখন উৎপাদন সম্ভাবনা রেখা P বিন্দুর সর্বোচ্চ স্থানে অবস্থান করে। তখন y দ্রব্য অর্থাৎ গম উৎপাদন রেখা সর্বনিম্ন স্থানে অবস্থান করে। অর্থাৎ যখন ধান ১৬ মন উৎপাদন হয় তখন গম ০ মন উৎপাদন হয়। আবার Q বিন্দুতে ধান ও গম একই পরিমাণ অর্থাৎ 10 মন করে উৎপাদন হয়। বাদল সম্ভাবনার নিচের অংশ R বিন্দুতে দেখা যাচ্ছে y দ্রব্য অর্থাৎ গম উৎপাদন সম্ভাবনা রেখা সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। যেখানে x দ্রব্য অর্থাৎ ধান উৎপাদন সম্ভাবনা রেখা সর্বনিম্ন স্থানের অবস্থান করছে। উৎপাদন সম্ভাবনা রেখা আর এই অংশে যখন গম ১৬ মন উৎপাদন হয় তখন ধান ০ উৎপাদন হয়।

উপরোক্ত উৎপাদন সম্ভাবনা রেখা তথ্যের ভিত্তিতে সালাম সাহেবের জমিতে ধান ও গম উৎপাদনের এক বিশাল বিকল্প সম্ভাবনা অনুষ্ঠিত হয়েছে। পাদন সম্ভাবনা রেখা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যখন গম উৎপাদন একদমই হয়না তখন ধান উৎপাদন প্রচুর হয়। পায়ে সালাম সাহেব ওই সময়টাতে ধান উৎপাদন করে ব্যাপক লাভ অর্জন করতে পারেন। আবার দেখা যাচ্ছে যখন ধান উৎপাদন হয় না তখন প্রচুর গম উৎপাদন হয়। সালামত সাহেব ওই মৌসুমী গরম উৎপাদন করে ব্যাপক অর্থনৈতিক লাভ অর্জন করতে পারেন। অর্থাৎ এইভাবে সালাম সাহেব তার জমিতে বিকল্পভাবে ফসল উৎপাদন করে অর্থনৈতিকভাবে লাভজনক করতে পারেন। যা উৎপাদন সম্ভাবনা রেখা মাধ্যমে সঠিক বিকল্প বের করাও সম্ভব হয়েছে। এভাবে উৎপাদন সম্ভাবনা রেখা মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনের সকল অর্থনৈতিক কর্মকান্ডের বিকল্প ব্যবস্থা এবং সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব।

Check Also

৭ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান এসাইনমেন্ট উত্তর 2022। Class 7 {3rd-Week} Science

সপ্তম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় সপ্তাহের এসাইনমেন্ট শেষ হতে না হতেই তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের …