৬ষ্ঠ শ্রেণীর ৫ সপ্তাহ বাংলা এসাইনমেন্ট উত্তর 2021। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠির প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত তা একটি ছকের মাধ্যমে তুলে ধরো

প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা তোমাদের পঞ্চম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি। এই প্রশ্নের সমাধান করে আমাদের ওয়েবসাইটে তা প্রকাশ করা হলো। তোমরা যদি ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর উত্তর পেতে চাও তাহলে এই পোস্টটি তোমাদের জন্য। তোমরা আমাদের allexamresult.com ওয়েবসাইট থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট এর উত্তর ডাউনলোড করতে পারবে।

আরও দেখুনঃ

Class Six English Assignment Answer 2021-[6th Week] ৬ষ্ঠ শ্রেণী ইংরেজি সমাধান

৬ষ্ঠ শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট ৫ম সপ্তাহ সমাধান 2021। পিডিএফ উত্তর ডাওনলোড

৬ষ্ঠ শ্রেণীর ৫ সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর উত্তর 2021।

ষষ্ঠ শ্রেণীর পঞ্চম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর আজকের নির্ধারিত প্রশ্ন হল।

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি তোমার আচরণ কেমন হওয়া উচিত বা অনুচিত। তা একটি ছকের মাধ্যমে তুলে ধরতে হবে।

তোমাদের পাঠ্য বইয়ের 7 নং পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠায় মিনু গল্প ও তার বিষয়বস্তু অনুযায়ী উক্ত প্রশ্নের উত্তর লিখতে হবে। আজকের নির্ধারিত বিষয়ের উপরোক্ত প্রশ্নের উত্তর নিচে দেওয়া হল। উত্তর লেখার পূর্বে আমাদের জানতে হবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কাকে বলে।

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীরা শিশু কাকে বলে?

যে সকল শিশুর ইন্দ্রিয় ক্ষমতা বুদ্ধি বা শারীরিক ক্ষমতা এতটাই ভিন্ন যে কারণে তাদের জন্য বিশেষ শিক্ষা বা বিশেষ ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হয়, সেই সকল শিশুকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলা হয়।  বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলতে সেইসব শিশুদের বুঝায় সমবয়স্কদের তুলনায় যাদের বুদ্ধি সংবেদন, শারীরিক বৈশিষ্ট্য, ভাব বিনিময় ক্ষমতা ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য মাত্রার কম বা বেশি হয় তাকেই ব্যতিক্রমী শিশু বলে আখ্যায়িত করা হয়। অর্থাৎ যারা সাধারণের বাইরে তারাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু।

বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমার আচরণ যেমন হওয়া উচিত।

  • বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করতে পারি যাতে তারা আমাদের সাথে ভালো ভাবে মিশতে পারি।
  • ক্লাসে বসার সময় তাদের সাথে একই সাথে বসতে পারি। এবং তাদের প্রথম সারির শাড়িতে বসার সুযোগ করে দিতে পারে।
  • পাঠ্যবইয়ের কোন কিছু বুঝতে অসুবিধা হলে তাদের টা বুঝিয়ে দিতে পারে।
  • তাদের সাথে সুন্দর ব্যবহার করতে পারি এবং সহজ সরল সাবলীল ভাষায় তাদের সাথে কথা বলতে পারি।
  • সাথে সর্বদা ভালো আচরণ করতে পারি।
  • বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের নিয়ে একসাথে খেতে যেতে পারি বা টিফিনে একসাথে খেতে পারি।
  • তারাও অসুস্থ হলে বা তাদের কোনো শারীরিক সমস্যা দেখা দিলে কোন প্রকার দেরী নাকরে শিক্ষককে তা অবহিত করতে পারি।
  • খেলাধুলা করার সময় তাদেরকে নিয়ে একসাথে খেলাধুলা করতে পারি।
  • তাদের সব সময় হাসিখুশি ও বিনোদনের মধ্যে রাখতে পারি।
  • অন্যান্য শিক্ষার্থীরা ও যাতে তাদের সাথে সহানুভূতিশীল হয় এবং ভাল ব্যবহার করে সে ব্যবস্থা করতে পারি।
  • সর্বোপরি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি সবসময় সুন্দর আচরণ করতে পারে।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রতি আমার আচরণ যেমন হওয়া অনুচিত।

  • বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের ক্লাসের পেছনের সারিতে বসতে দেওয়া উচিত নয়।
  • তাদের সাথে কথা বলার সময় তাদের অবহেলা করা উচিত নয়।
  • কোন বিষয়ে কথা বলে তাদের বাধা দেওয়া উচিত নয়।
  • এদের সাথে কখনই খারাপ আচরণ বা কটুক্তি করা উচিত নয়।
  • তাদেরকে কোন ব্যঙ্গ নামে বা কখনোই প্রতিবন্ধী কিংবা অটিস্টিক বলা যাবে না।
  • খেলাধুলার সময় তাদেরকে রেখে খেলাধুলা করা উচিত নয়। তারা কোনো কোন খাবার সাধলে তা ফিরিয়ে দেওয়া উচিত নয়।
  • তাদের দেখে হাসাহাসি করা উচিত নয়।

Click here to downlaod the pdf answer.

 

Check Also

প্রাণীর পরিচিতি ও শ্রেণিবিন্যাস উপস্থাপন। ৮ম শ্রেণি [৩য় সপ্তাহ] বিজ্ঞান

প্রিয় অষ্টম শ্রেণীর 2022 শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা। তোমাদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল …