Class 7 Assignment Science ( বিজ্ঞান ) Answer 2021Ι [4th week]

Class 7 (4th week) assignment is running. According to the dshe.gov.bd website, the 4th-week subject is Science  ( বিজ্ঞান ). This article is for the students who are searching the answer to class seven 4th week science ( বিজ্ঞান ) assignment. We have made the best and accurate answer for your betterment. So, you can download your science ( বিজ্ঞান ) assignment solution from our website without free cost.

As we published the previous 3 weeks assignment. So, You will get the 4th-week assignment on our website based on the topics. Your selected subjects for the 4th week’s assignment is Science ( বিজ্ঞান ). Besides, this subject, you will get Bangla, English, Mathematics, and other subject’s assignment according to the notice of dshe.gov.bd website.

Class 7 Science( বিজ্ঞান ) Assignment Topics

Understanding topics is very important for answering any question. So, we provided the ( বিজ্ঞান ) topics so that you can answer the question easily. Don’t worry we will provide the answer based on the topics below. So, read the question carefully before writing your assignment.

  1.  তোমার বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ কি কারনে হয় বলে তুমি মনে করো?
  2.  তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া  কি কারনে হয় বলে তুমি মনে করো?
  3.  স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে?- যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো।

According to the above question, you have to complete you science assignment. Click here to download the pdf of the question.

Class 7  Science ( বিজ্ঞান ) Assignment Answer

For free of cost, you can download the answer to class 7 ( বিজ্ঞান ) assignment from our allexamresult.com website. We always provide you the latest and most accurate answer. So, read the article carefully and download the best answer to the topics.

বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা সবুজ রং দেখা যায়, তার কারণ কি বলে তুমি মনে কর?

বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রং দেখা যায়, তার কারণ হলো শৈবাল। সমাঙ্গ বর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদরাই শৈবাল। এরা আলোকিত স্থান পছন্দ কর এরা মাটি, পানি, ঘরের দেওয়াল ও অন্য গাছের উপর জন্মাতে পারে। এদের দেহ এককোষী বা বহুকোষী হতে পারে। এদের দেহে কোন পরিবহন কলা থাকে না। এর সবুজ, লাল, বাদামী ইত্যাদি নানা রঙের হতে পারে। অতএব, বাড়ির দেওয়ালে অথবা আশপাশের দেওয়ালে যে সাদা ও সবুজ রঙ অণুজীবের কারণে হয়ে থাকে।

২. তোমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া  কি কারনে হয় বলে তুমি মনে করো?

আমার শরীরে হালকা জ্বর ও ডায়রিয়া অণুজীবের সংক্রমনের কারণে হয়।ব্যাকটেরিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে । অপরিষ্কার হাত  জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখগহ্বরের ঢুকে যেতে পারে । আমরা যে জামা কাপড় ব্যবহার করি, তাতে লেগে ব্যাকটেরিয়ার স্পোর স্থানান্তরিত হতে পারে । বাতাসে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। হাত মেলানোর মাধ্যমেও ব্যাকটেরিয়া একজন থেকে অন্যজনে অতি সহজে স্থানান্তরিত হতে পারে । পচা-বাসি খাবারের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায় । ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও এন্টামিবা মানুষের শরীরের বিভিন্ন রোগ ছড়ায় ।

৩. স্বাস্থ্যসম্মত পায়খানা ও নিরাপদ পানি তোমার জীবনে কতটুকু গুরুত্ব বহন করে?- যৌক্তিকতা নিরূপণ করে ব্যাখ্যা করো।

যেখানে ‍সেখানে মলমূত্র ত্যাগের কারণে স্বাস্থ্যজনিত সমস্যা সৃষ্টি হয়।  এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা ভক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয় এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। আমাদের দেশের অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলের মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে এন্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। মাটিতে হাত লাগলে বা মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরেও দেখা যায়  ওই জীবাণু তখনও বেঁচে আছে

এভাবে এন্টামিবা সংক্রমিত হয় ফলে সুস্থ মানুষও আক্রান্ত হয়ে পড়ে। খাবারপানি নিরাপদ হওয়া খুবই জরুরী।  কলেরাটাইফয়েড  ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করা, গোসল কাপড় কাচা, বাসন ধোওয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত   আর্সেনিকমুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ পুকুর নদীর পানি ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে অন্যথায়, আর্সেনিকে আক্রান্ত হয়ে অনেক মানুষের মৃত্যু ঘটতে পারে 

Download Pdf of Class 7 science ( বিজ্ঞান ) assignment Answer

You can download the pdf of the Class 7 science ( বিজ্ঞান ) assignment Answer instead of writing from online. Here, we deliver you the pdf of the answer so that you can write the answer offline. You can also download the images of the answer. Click here to download the pdf of the Class 7 science ( বিজ্ঞান ) assignment Answer.

Final Word

Finally, Our expert team wants to say that all our assignment is correct. So you can download the assignment without any hesitation. We will provide you all the assignment solutions for all weeks serially. So stay with us and grab your educational help from our expert team.

Check Also

১০ম শ্রেণি [৩য় সপ্তাহ] ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ দশম শ্রেণির ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের অন্যান্য বিষয়ের পাশাপাশি ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন …