Class 8 4th week Science ( বিজ্ঞান ) Assignment Answer 2021 is available here. Like as the previous assignment, we have made the best answer for class 8 science ( বিজ্ঞান ) subject. So, don’t worry about your assignment. Read the article carefully and get the answer to your assignment. We also provide you how to write the answer to the assignment on your writing pad.
This year’s assignment is as like as an alternative to the JSC board exam. Your final result may be published by evaluating your assignment paper. So, complete your assignment with deep attention. Here the solution of all subjects assignment is given for you. Download it and complete your assignment.
বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রবন্ধ রচনা। ৮ম শ্রেণী ৫ম সপ্তাহ বাংলা এসাইনমেন্ট উত্তর 2021।
৮ম শ্রেণীর ৫ম সপ্তাহের বাংলা এসাইনমেন্টের উত্তর দেখুন এখানে।
Class 8 Science Assignment 4th week Questions
Dear students of class 8. Before, writing your answer, you have to read the topics or questions carefully. That’s why we have given you the question. So, see the question below and try to understand.
চিংড়ি, মৌমাছি, ফিতা কৃমি, সাপ, কাক, তারা মাছ, ঝিনুক, রুই মাছ, বিড়াল, হাইড্রা প্রাণীগুলাে
থেকে যে কোনো ৮টির পর্ব, বৈশিষ্ট্য ও বাসস্থান উল্লেখ করে একটি ছক তৈরি কর। এগুলোর মধ্যে
থেকে তোমার পরিচিত প্রাণীগুলোর কিরুপ প্রভাব তোমার জীবনে রয়েছে তা উল্লেখ কর।
সংকেত:
ক) প্রভাব নিরূপনে উপকারী ও অপকারী উভয় দিক বিবেচনা করা
Write down the question on your answer sheet before writing the answer. Then follow our instructions for writing the answer.
Class 8 Science ( বিজ্ঞান ) Answer
Here we have made the best answer based on the above topics. So, don’t worry. Download the answer to the question and write it down on your assignment sheets. According to the above question, We have complete a chart of the animals and give the answer to different requirements.
We have provided the four animal details above the chart. Now we will give you the other 4 animals’ answers below. Write these answers according to the above chart. Click here to download the chart.
৫ কাক
পর্ব: কর্ডাটা ( Chordata ) ,
বৈশিষ্ট্য: দেহ পালকে আবৃত। দুটি ডানা , দুটি পা ও একটি চঞ্চ আছে। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উড়তে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী। হাড় শক্ত , হালকা ও ফাপা।
বাসস্থান: বৃক্ষবাসী।
৬ ) ঝিনুক
পর্ব: মলাস্কা ( Mollusca ),
বৈশিষ্ট্য: দেহনরম । নরম দেহটি সাধারণত শক্ত খােলস দ্বারা আবৃত থাকে। পেশীবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
বাসস্থান: এদের প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস কয়ে। তবে কিছু কিছু প্রজাতির পাহাড়ি অঞ্চলে বন – জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে।
৭ রুই মাছ
পর্ব: কর্ডাটা ( Chordata ),
বৈশিষ্ট্য: অধিকাংশই স্বাদু পানির মছি। মাথার দুই পাশে ৪ জোড়া ফুলকা থাকে। ফুলকা গুলাে কানকো দিয়ে ঢাকা থাকে। ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
বাসস্থান: স্বাদু পানি , নদী ইত্যাদি।
৮ ) বিড়াল
পর্ব : স্তন্যপায়ী ( Mammalia ),
বৈশিষ্ট্য: দেহ লােমে আবৃত থাকে। উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
বাসস্থান: এরা স্থলে বসবাস করে এবং মানুষ এদের পুষে।
উপকারিতা এবং অপকারিতা
উপকারিতা:
চিংড়ি মাছ আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে। মােমাছি সাহায্যে উৎপাদিত মধু আমাদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করে থাকে। হতে পারে। ফিঅকৃমির কোন উপকারিতা নেই। ধান ক্ষেতের ইদুর এবং ক্ষতিকর পােকা দমন সপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাক পরিবেশের ময়লা আবর্জনা খেয়ে পরিবেশকে দূষণমুক্ত করে।
সবুজ ঝিনুক পেশি , টিস্যু ও কোশকে চাঙ্গা করে তােলে , যা স্নায়ুর বিকাশে সহায়ক। অ্যাস্থমা রোগীদের জন্য অত্যন্ত উপকারী। ঝিনুকে প্রচুর পরিমাণে আয়রন থাকায় এটি বাতের ব্যথা ও শরীরের স্টিফনেস সারাতে সায়ক। দেহের প্রতিরােধ ক্ষমতা বাড়িতে তুলতে ঝিনুক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুই মছি আমাদেরকে অর্থনৈতিক ভাবে সাহায্য করে। বিড়াল ঘরের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করে।
অপকারিতা:
কারাে কারো ক্ষেত্রে চিংড়ি মাছ খেলে এলার্জি জনিত সমস্যা হতে পারে। মােমাছি কামড়ে বিষাক্ত জনিত ব্যথা হয়।ফিতাকৃমি দেহে বমি বমি ভাব , পেট ব্যথা ইত্যাদি সৃষ্টি করতে পারে। সাপের কামড়ের ফলে মানুষের মৃত্যু ঘটতে পারে।কাক মানুষের উৎপাদিত বিভিন্ন ফল গছি থেকে খেয়ে নষ্ট করে ফেলে। পাচনতন্ত্র এবং প্লীহা রােগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝিনুক মারাত্মক ধরনের সমস্যা হওয়ার ভয় থাকে।
অতিরিক্ত মাছ খেলে রােগ কমে গিয়ে শরীর ভাইরাস বা আক্রান্ত হতে পারে, হতে পারে রোগ সংক্রমণ। বিড়ালের আঁচড়ে কামড়ে বিভিন্ন রকমের রােগের সৃষ্টি হতে পারে।আর এইভাবে উপরােক্ত আলােচনার মত আমাদের জীবনে এসকল পরিচিত প্রাণীগুলাে বিভিন্ন রকম প্রভাব ফেলে।
Clich here to download the PDF of the answer.
Final Word
Finally, Our expert team wants to say that all our assignment is correct. So you can download the assignment without any hesitation. We will provide you all the assignment solutions for all weeks serially. So stay with us and grab your educational help from our expert team.