এইচএসসি 2021 সালের জীববিজ্ঞান ২য় পত্র [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। HSC 2021 Biology [6th Week]

এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত বিষয়ে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন প্রকাশ করেছে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি). এইচএসসি বিজ্ঞান বিভাগে যে সকল শিক্ষার্থীদের নৈর্বাচনিক বিষয় জীববিজ্ঞান মূল বিষয় হিসেবে রয়েছে তাদের জীববিজ্ঞান এসাইনমেন্ট+ তৈরি করে কলেজে জমা প্রদান করতে হবে।  বরাবরের ন্যায় এবারও আমরা এইচএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণকারী বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের ৬ষ্ঠ সপ্তাহের নির্ধারিত প্রশ্ন এবং উত্তর সংবলিত একটি পরিপূর্ণ আর্টিকেল প্রকাশ করেছি। অর্থাৎ আপনি যদি এইচএসসি 2021 সালের ৬ষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর এবং প্রশ্ন চান তাহলে এই পোষ্ট টি আপনার জন্য।

ছাত্র-ছাত্রীদের সর্বোচ্চ নম্বরের কথা বিবেচনা করে আমরা আমাদের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকের মাধ্যমে এইচএসসি ৬ষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্টের নির্ভুল উত্তর তৈরি করেছি। যা ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সহযোগিতা প্রদান করবে। এইচএসসি 2021 সালের ৬ষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের প্রকাশিত আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।

এইচএসসি 2021 [৬ষ্ঠ সপ্তাহ] অল সাবজেক্ট অ্যাসাইনমেন্ট উত্তর

করণা মহামারীর কারণে এইচএসসি 2021 সালের শিক্ষার্থীদের পিছিয়ে পড়া বোর্ড পরীক্ষার বিকল্প মূল্যায়নের সভায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড ইতোমধ্যে এসাইনমেন্ট এর মাধ্যমে মূল্যায়নের সিদ্ধান্ত হিসেবে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাউশি) ৬ষ্ঠ সপ্তাহের নির্ধারিত বিষয় এবং বিষয়ভিত্তিক প্রশ্ন প্রকাশ করেছে। এইচএসসি 2021 সালের ৬ষ্ঠ সপ্তাহের নির্ধারিত বিজ্ঞান বিভাগের বিষয় গুলো হল, জীববিজ্ঞান, উচ্চতর গনিত, এবং পদার্থবিজ্ঞান।

allexamresult.com হলো এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি এইচএসসি 2021 সালের বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের প্রশ্ন এবং উক্ত প্রশ্নের নির্ভুল ও পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। কেননা আমরা ইতোমধ্যে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্তৃক প্রকাশিত নির্দেশনা অনুযায়ী প্রথম সপ্তাহ থেকে এ পর্যন্ত সকল সপ্তাহের সকল বিষয়ের পূর্ণাঙ্গ এবং নির্ভুল উত্তর প্রকাশ করে আসছি। এইচএসসি 2021 বিজ্ঞান বিভাগের ৬ষ্ঠ সপ্তাহের নির্ধারিত সকল বিষয়ের উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এইচএসসি 2021 সালের [৬ষ্ঠ সপ্তাহ] জীববিজ্ঞান [২য় পত্র] এসাইনমেন্ট প্রশ্ন

জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পাঠ্যপুস্তক এর দ্বিতীয় অধ্যায়ের প্রাণীর পরিচিতি থেকে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এইচএসসি 2021 সালের পরীক্ষা বিজ্ঞান বিভাগের ষষ্ঠ শ্রেণির জীববিজ্ঞান চতুর্থ অ্যাসাইনমেন্ট এর জন্য প্রশ্ন নির্ধারণ করেছে। বোর্ড কর্তৃক প্রকাশিত জীববিজ্ঞান ষষ্ঠ সপ্তাহের জন্য নির্দেশক প্রশ্ন হলো 3 টি। বরাদ্দকৃত পূর্ণ নম্বর হল 12। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের 12 নম্বরের জন্য তিনটি প্রশ্নের উত্তর প্রদান করে এসাইনমেন্ট তৈরি করতে হবে।

এইচএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণ করে যে সকল শিক্ষার্থীরা ৬ষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর ব্যাখ্যা সহ প্রশ্ন চেয়েছিলেন তাদের জন্য আমরা প্রশ্নের ব্যাখ্যা প্রকাশ করেছি। ফলে ছাত্র-ছাত্রীরা আমাদের ওয়েবসাইট থেকে জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর ব্যাখ্যা বুঝে খুব সহজেই অ্যাসাইনমেন্টের উত্তর তৈরি করে নিতে পারবেন। অ্যাসাইনমেন্টের উত্তর লেখার পূর্বে অবশ্যই প্রশ্নের নির্দেশনা এবং নির্দেশক অংশটি ভালোভাবে পড়ে এবং উক্ত নির্দেশক অংশে যে কটি প্রশ্নের উত্তর চাওয়া হয় সবকটি প্রশ্নের উত্তর প্রদান করতে হবে। নিচে এইচএসসি 2021 ৬ষ্ঠ সপ্তাহ জীববিজ্ঞান অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন দেওয়া হল।

বিষয়: জীববিজ্ঞান

দ্বিতীয় অধ্যায়; প্রাণীর পরিচিতি

অ্যাসাইনমেন্টঃ

রুই/টাকি বা অনুরুপ মাছের বাহ্যিক গঠন পর্যবেক্ষণ।

শিখনফলঃ

বিষয়বস্তু রুই মাছের গঠন বর্ণনা করতে।

নির্দেশনা (সংকেত/ধাপ/পরিধি)ঃ

প্রয়ােজনীয় উপকরণ: একটি রুই/টাকি মাছ না পাওয়া গেলে যেকোনাে মাছ), স্কেল/ রুলার পরিমাপের ফিতা (সেন্টিমিটারে মাপার উপযুক্ত) প্রয়ােজনে সুতা দিয়ে মেপে স্কেলে বসিয়ে মাপ নিতে হবে।

দৈর্ঘ্য-প্রস্থের যাবতীয় পরিমাপ সেন্টিমিটার এককে হবে।

অ্যাসাইনমেন্টের জন্য একটি এ-ফোর বা অনুরুপ আকারের কাগজে দুটি ছক তৈরি করতে হবে (পরের পৃষ্ঠা দ্রষ্টব্য)।

মাছের দেহের আকার পরিমাপের সময় সর্বোচ্চ দৈর্ঘ্য হিসেবে মুখ থেকে লেজের শেষ প্রান্ত পর্যন্ত মাপ নিতে হবে।

সর্বোচ্চ প্রস্থ হিসেবে দেহকাডের যে অংশটি বক্ষ থেকে পৃষ্ঠের দিকে সবচেয়ে বিস্তৃত সেই অংশের মাপ নিতে হবে।

পাখনা বাদে এই মাপটি নিতে হবে।

অন্যান্য অংশগুলাের ক্ষেত্রেও নির্দেশনা অনুসারে মাপ নিয়ে ছকে লিখতে হবে। পার্শ্বরেখা এবং কয়েকটি দূরত্বের ক্ষেত্রে কেবল দৈর্ঘ্য উল্লেখ করাই যথেষ্ট। পাখনাসমূহের ক্ষেত্রে সর্বোচ্চ দৈর্ঘ্য ও সর্বোচ্চ প্রস্থ উল্লেখ করতে হবে।

পৃষ্ঠদেশ থেকে একটি ও বক্ষদেশ থেকে একটি – মােট দুটি আঁইশ সংগ্রহ করে শুকিয়ে নিতে হবে।

তারপর ছক-১ এর নির্ধারিত ঘরে (১-৪ ও ১-৫) তা বসিয়ে কলম দিয়ে আউটলাইন আঁকতে হবে।

অতঃপর আঁইশ দুটির প্রতিটির উল্লম্ব ও অনুভূমিক অক্ষ বরাবর উপরের চিত্রের মতাে করে দৈর্ঘ্য ও প্রস্থ উল্লেখ করতে হবে। চিত্রের ?? এর স্থলে সংখ্যা বসবে।

এইচএসসি 2021 জীববিজ্ঞান [৬ষ্ঠ সপ্তাহ] এসাইনমেন্ট উত্তর

সুপ্রিয় এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী। আপনি কি এইচএসসি 2021 সালের ৬ষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান ২য় পত্র বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর খুঁজছেন? তাহলে আমি বলব আপনি সঠিক জায়গায় এসেছেন। কেননা আপনি আমাদের ওয়েবসাইট থেকে বিনামূল্যে এবং খুব সহজেই এইচএসসি 2021 সালের ৬ষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের নির্ধারিত জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করার পূর্বে অবশ্যই অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ভালোভাবে পড়ে বুঝে পরবর্তীতে প্রশ্নের নং অনুযায়ী উত্তর সাজিয়ে উত্তরগুলো খাতায় লেখার জন্য বিশেষভাবে পরামর্শ দেওয়া হল।

আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে প্রকাশিত এইচএসসি 2021 ৬ষ্ঠ সপ্তাহের জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে হুবহু কপি করতে পারেন অথবা সামান্য কিছু পরিবর্তন করেও লিখতে পারেন। এইচএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৬ষ্ঠ সপ্তাহের জন্য নির্ধারিত জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

এইচএসসি 2021 জীববিজ্ঞান [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট পিডিএফ উত্তর ডাউনলোড।

আপনি কি এইচএসসি 2021 সালের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান ২য় পত্র ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর ডাউনলোড করে পরবর্তীতে অফলাইনে থেকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে চাচ্ছেন। আমরা এইচএসসি 2021 সালের বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান লিখিত উত্তরের পাশাপাশি এর পিডিএফ এবং জেপিজি ফাইল প্রকাশ করেছি। ফল শিক্ষার্থীরা খুব সহজে আমাদের ওয়েবসাইট থেকে বিজ্ঞান বিভাগের জীববিজ্ঞান ৬ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর লিখিত উত্তরের পাশাপাশি এর পিডিএফ অথবা জেপিজি ফাইল ডাউনলোড করে নিতে পারেন। এতে করে শিক্ষার্থীদের অনলাইনে কম সময় লাগে এবং ইন্টারনেট খরচ কম হয়।

আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি অ্যাসাইনমেন্টের উত্তর পিডিএফ অথবা জেপিজি ছবিগুলো স্বচ্ছ এবং এইচডি হয়ে থাকে। ফলে আপনি পিডিএফ অথবা জেপিজি ছবি ডাউনলোড করে নিতে পারেন ৬ষ্ঠ সপ্তাহের বিজ্ঞান বিভাগের জন্য নির্ধারিত জীববিজ্ঞান ২য় পত্র অ্যাসাইনমেন্টের পিডিএফ উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আরও দেখুনঃ

HSC 2021 Physics 2nd Paper [6th-Week] Assignment PDF Answer Download

এইচএসসি 2021 সালের উচ্চতর গণিত ২য় পত্র [৬ষ্ঠ সপ্তাহ] অ্যাসাইনমেন্ট সমাধান। HSC 2021 Higher Math

Check Also

তােমার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে যে অনুজীবগুলােকে দায়ী মনে করছ,…..

সপ্তম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর …