এইচএসসি ১ম সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নির্ধারিত প্রশ্ন বাংলা পাঠ্যপুস্তক বইয়ের অপরিচিতা ছোট গল্পের আলোকে তৈরি করা হয়েছে। যা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য ছোটগল্প। আমরা অ্যাসাইনমেন্ট এর শুরুতে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত এইচএসসি বাংলা অ্যাসাইনমেন্টের প্রশ্ন তুলে ধরেছি। এবং তার নির্ভুল ও সঠিক উত্তর তৈরি করেছি।
আপনারা যারা এইচএসসি বাংলা প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর খুঁজছেন। তারা এইচএসসি বাংলা প্রথম সপ্তাহ বাংলা অ্যাসাইনমেন্ট এর উত্তরের জন্য আমাদের পোস্টে শেষ পর্যন্ত পড়ুন। অ্যাসাইনমেন্টের নির্দেশনা মোতাবেক আমরা উত্তর তৈরি করেছি।তাই আমাদের উত্তরটি দেখার আগে অবশ্যই প্রশ্ন এবং প্রশ্নের নির্দেশনা ভালোভাবে দেখে নিবেন।
আরও দেখুনঃ
এইচ এস সি ২য়-সপ্তাহ প্রকাশিত সকল বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সমাধান এখানে
HSC English Assignment Answer 2021- এইচএস সি [২য়-সপ্তাহ] ইংরেজি অ্যাসাইনমেন্ট সমাধান
এইচএস সি পদার্থবিজ্ঞান ২য়-সপ্তাহ এসাইনমেন্ট উত্তর 2021। [২য়-পত্র] অ্যাসাইনমেন্ট উত্তর ডাউনলোড
এইচএস সি হিসাববিজ্ঞান ২য়-সপ্তাহ এসাইনমেন্ট পূর্ণাঙ্গ সমাধান 2021। [২য়-পত্র] পিডিএফ উত্তর ডাউনলোড
এইচএসসি ১ম সপ্তাহের বাংলা এসাইনমেন্ট এর নির্ধারিত প্রশ্ন
অ্যাসাইনমেন্টঃ
অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিতকরণ।
শিখনফল ও বিষয়বস্তুঃ
- নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে।
- সুযোগ ও সহায়তা প্রদানের মাধ্যমে নারী শিক্ষা ও ক্ষমতায়নে ইতিবাচক মনোভাব প্রদর্শন করবে।
নির্দেশনাঃ
- অপরিচিতা গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্য তার দৃঢ়চেতা মনোভাবের পরিচয়।
- অনুপম এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণের জীবন কেমন হতে পারত এর বিবরণ
- বাস্তব অভিজ্ঞতা থেকে চেনাজানা কোন নারীর এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করা।
- পঠিত গল্প ও চেনাজানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারীর এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা গুলি চিহ্নিত করা।
আরও দেখুনঃ
এইচএসসি পৌরনীতি ও সুশাসন [২য়-সপ্তাহ] অ্যাসাইনমেন্ট পূর্ণাঙ্গ সমাধান 2021। ২য়-পত্র উত্তর ডাউনলোড
এইচএস সি অর্থনীতি ২য়-সপ্তাহ এসাইনমেন্ট সমাধান 2021। [২য়-পত্র] অ্যাসাইনমেন্ট পিডিএফ উত্তর
এইচএসসি যুক্তিবিদ্যা ২য়-সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর 2021। যুক্তিবিদ্যা [২য় পত্র] উত্তর ডাউনলোড।
উত্তর
অপরিচিতা গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীদের এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকা গুলো তুলে ধরা হলো।
অপরিচিতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অনবদ্য ছোটগল্প। এই গল্পের প্রধান চরিত্র কল্যাণী তৎকালীন সমাজের যৌতুক প্রথার ভয়াবহতার শিকার হয়েছে। কিন্তু অপরিচিতা গল্পের কল্যাণী তৎকালীন সমাজের আর দশটা মেয়ের মতো ভেঙে পড়েননি। তিনি তাঁর দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। মূলত অপরিচিতা গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নারীদের সামাজিক বাধা বিপত্তি পেরিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিয়েছেন। যার সবচেয়ে বড় উদাহরণ গল্পের প্রধান চরিত্র কল্যাণী। এই গল্পে কল্যাণের অনুপমের সাথে বিয়ে ঠিক হয়েছিল। তৎকালীন সমাজের যৌতুকের কারণে তাঁর বিয়েটা ভেঙ্গে যায়। পরবর্তীতে কল্যাণী তার দৃঢ় মনোবল নিয়ে সামনের দিকে এগিয়ে যান এবং বাচ্চাদের লেখাপড়া করার দায়িত্ব নেন।
অনুপমের এবং অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণীর জীবন অনুপমের সাথে সুখে-শান্তিতে কাটতে পারতো। যা একটি সুন্দর এবং সুশীল সমাজের দায়িত্ব। কিন্তু অনুপমের মা এবং মামার যৌতুক এবং লোভী মনোভাবের কারণেও অনুপমের ভীতু ও ব্যর্থ মনোভাবের কারণে সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু কল্যাণী থেমে থাকেনি। অনুপম ধরেই নিয়েছিল কল্যাণীর বাবা কোন একদিন তার কাছে তার মেয়ের বিয়ের জন্য এসে হাত পাতবে। কল্যাণী তার জীবনের ঘটে যাওয়া ঘটনা কে তুচ্ছ করে সামনের দিকে এগিয়ে গিয়েছেন। যা সমাজে নারীদের অগ্রযাত্রার একটি অনন্য সুন্দর উদাহরণ হিসেবে চিহ্নিত হয়। অপরিচিতা গল্পে যার বড় উদাহরন সর্বশেষে কল্যাণীর অনুপম কে ফিরিয়ে দেওয়া।
আমাদের বর্তমান সমাজের নারীরা নানান বাধা এবং কুসংস্কার পেরিয়ে অগ্রযাত্রায় অভিমুখ হচ্ছে। তারা জ্ঞান-বিজ্ঞানের শিক্ষিত হয়ে নানান কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। যার ফলে মেয়েদেরকে এখন আর পরনির্ভরশীল হতে হচ্ছে না। যেটা অপরিচিতা ছোটগল্পের সমাজের প্রেক্ষাপটে কঠিন হল কল্যাণী তা করে দেখিয়েছিলেন। বর্তমান সমাজে এমন হাজারো কল্যাণী দেখা দেয় যারা জীবনের অনেক বড় বড় বাধা পেরিয়ে জীবনের চরম লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
উদাহরনঃ
যেমন অষ্টম শ্রেণির ইংরেজি বই তে উল্লেখিত শামীমার জীবনের গল্প পড়লে বোঝা যায়। যা অষ্টম শ্রেণি পড়ুয়া একটি মেয়ের বাস্তব জীবন থেকে গৃহীত। শামীমা আর অতি অতি ছোটকালে বিয়ে হলেও যৌতুকের জন্য তার শামিল অসহ্য নির্যাতন সহ্য করতে না পেরে বাসায় ফিরে একা বসে থাকেননি। তিনি নিজে একটি বুটিক দিয়েছেন এবং সেখানে আরো অন্যান্য মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। মোটকথা সমাজের নানান প্রতিকুলতা কুসংস্কার পেরিয়ে নারীদের সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অপরিচিতা গল্পের কল্যাণী এবং স্বামীর মত মেয়েরা সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। যা আগামী দিনের মেয়েদের নানা প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
আরও দেখুনঃ
এইচ এস সি পৌরনীতি ও সুশাসন এসাইনমেন্ট 2021 এর পরিপূর্ণ সমাধান
এইচ এস সি হিসাববিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান 2021। (১ম-সপ্তাহ) অ্যাসাইনমেন্ট উত্তর
এইচ এস সি অর্থনীতি অ্যাসাইনমেন্ট সমাধান 2021। [১ম-সপ্তাহ] উৎপাদন সম্ভাবনা রেখা অ্যাসাইনমেন্ট উত্তর
সকল পোস্টের আপডেট পেতে নিচের ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।