আজ এইচএসসি 2022 সালের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইংরেজি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শিক্ষা বোর্ডের অধীনে এনসিটিবি আয়োজিত এক সভায় বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কারিকুলার বিশেষজ্ঞ ও শিক্ষকরা উক্ত প্রস্তাবের সিদ্ধান্ত উপনীত হয়। যার ফলে এসেছি 2022 সালের পরীক্ষার্থীদের জন্য রয়েছে এক বিশাল সুখবর। কেননা সিদ্ধান্ত অনুযায়ী 2022 সালের শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের পরীক্ষা এই 50% নম্বর কমিয়ে 50 নম্বরের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে 2022 সালের এইচএসসি শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র প্রশ্ন ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে।
আপনি কি এইচএসসি 2022 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী? তাহলে এই পোষ্ট টি আপনার জন্য। কেননা আপনি আমাদের প্রকাশিত এই আর্টিকেল এর মাধ্যমে এইচএসসি 2022 সালের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও আপনি আমাদের প্রকাশিত পোস্ট এর মাধ্যমে এইচএসসি 2022 সালের ইংরেজি পরীক্ষার মান বন্টন এর পিডিএফ কপি ডাউনলোড করে নিতে পারবেন। এইচএসসি 2022 সালের ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র সংক্ষিপ্ত সিলেবাস পেতে আমাদের প্রকাশিত আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন।
এইচএসসি ইংরেজি [১ম পত্র] সংক্ষিপ্ত সিলেবাস
এইচএসসি 2022 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্রের সংক্ষিপ্ত এবং পরিবর্তিত সিলেবাসে যা যা আছে তা নিচে দেওয়া হল।
The Unforgettable History, Nelson Mandela From Apartheid Fighter to President, Two women, Dreams Poems, I have a Dream, Etiquette and manners, Love and Friendship, Photograph, The storm and stress at adolescence, adolescence and some (related) problems in Bangladesh, Why Does a Child Hate School?, the story of Shipli, Amazing Children and Teens who have changed the World, Are We aware of Rights-), Are we aware of rights-11, Rights To Health and Education, Amerigo A Street child এবং Human Right
এইচএসসি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এইচএসসি ২০২২ ইংরেজি [১ম পত্র] পরীক্ষার মানবন্টন
এইচএসসি 2022 সালের পরীক্ষার্থীদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মানবন্টন প্রস্তাব করা হয়েছে নতুন মানবন্টন অনুযায়ী ইংরেজি রিডিং অংশ থেকে 30 নম্বর এবং রাইটিং হচ্ছে 20 নম্বরের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ফলে শিক্ষার্থীদের এখন থেকে 50 নম্বরের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। চলুন ইংরেজি প্রথম পত্রের মানবন্টন দেখে নেয়া যাক।
Reading part:
- Multiple chose (MCQ) – 5
- Writing Questions-8
- Synonym antonym -5
- Cloze test without clues (unseen) -5
- Rearrange – 8
Writing Part:
- Paragraph Writing – 7
- Story Writing – 7
- Summury -6
এইচএসসি ইংরেজি ২য় পত্রের নতুন সিলেবাস
এইচএসসি 2022 সালের শিক্ষার্থীদের ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য নির্ধারিত নতুন সিলেবাসের ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। যেখানে দেখা গেছে ইংরেজিতে শিক্ষার্থীদের পূর্বের 100 নম্বরের থেকে 50 নম্বর কমিয়ে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত প্রস্তাবিত হয়েছে। ফলে এখন থেকে শিক্ষার্থীরা 50 নম্বরের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য নির্ধারিত সংক্ষিপ্ত সিলেবাসে যা যা আছে তা হলো Sentence Phrases, Clause, Use of Preposition, Verb Agreement, Comparison of Adjective and Adverb, Study of Verbs, Use of Tenses, Direct And Indirect Speech Special Uses and Composition. তাই শিক্ষার্থীরা এখন থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের আমার সাইটের জন্য উক্ত টপিকগুলোর ওপর পরীক্ষার প্রিপারেশন নিতে পারে। কলে করণা মহামারীর কারণে শিক্ষার্থীদের সিলেবাসের 50% কমে গিয়ে নতুন এবং সহজ সিলেবাস করা হয়েছে।
এইচএসসি ইংরেজি [২য় পত্র] পরীক্ষার মানবন্টন
ইংরেজি প্রথম পত্রের মত ইংরেজি দ্বিতীয় পত্রের মানবন্টনেও একই ধারা অব্যাহত রয়েছে। ফলে ইংরেজি দ্বিতীয়পত্রের মানবন্টন এর গ্রামার অংশের 30 নম্বর এবং কম্পোজিশন অংশের 20 নম্বর অন্তর্ভুক্ত হয়েছে। সুতরাং শিক্ষার্থীদের নতুন এবং পরিবর্তিত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার মানবন্টন অনুযায়ী 50 নম্বরের পরীক্ষা দিতে হবে। নিচের টপিকস অনুযায়ী ইংরেজি দ্বিতীয়পত্রের মানবন্টন দেওয়া হল। এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Click here to download the PDF file of the HSC English 2nd Paper Exam Short Syllabus.
Grammar Part:
- Preposition -5
- Cloze test with clues -5
- Completing Sentences -5
- Right forms of verb -5
- Narrations-5
- Sentence connector -5
Writing Part:
- Formal Letter – 10
- Paragraph – 10
HSC বাংলা ২য় পত্রর সংক্ষিপ্ত সিলেবাস এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।