৮ম শ্রেণি ৫ম সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট উত্তর 2021। সমাধান পিডিএফ ডাউনলোড

অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের নির্ধারিত দুটি বিষয়ের মধ্যে একটি হলো বাংলা এবং অপরটি কর্ম ও জীবনমুখী শিক্ষা। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট এর পাশাপাশি কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট এর নির্ধারিত কাজ বা প্রশ্ন প্রকাশ করেছে।

আজ আমরা অষ্টম শ্রেণির পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের ওপর প্রকাশিত উপরুক্ত অ্যাসাইনমেন্ট নির্ধারিত প্রশ্নের বিচার-বিশ্লেষণ করে নির্ভুল উত্তর প্রকাশ করলাম। অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের কর্মজীবন মুখী শিক্ষার উত্তর পেতে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত এই পোস্টটি পড়তে থাকুন।

আরও দেখুনঃ

৮ম শ্রেণী কৃষি শিক্ষা এসাইনমেন্ট উত্তর 2021। ৬ষ্ঠ-সপ্তাহ কৃষি শিক্ষা সম্পূর্ণ উত্তর ডাউনলোড

৮ম শ্রেণী গার্হস্থ্য বিজ্ঞান সমাধান ২০২১। ষষ্ঠ সপ্তাহ গার্হস্থ্য বিজ্ঞান উত্তর ডাউনলোড

Class 8 English Assignment Answer 2021- [6th Week] English PDF Solution Download

Class 8 English Assignment Answer 2021-[6th Week] ৮ম শ্রেণী ইংরেজি সমাধান

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহ কর্ম জীবনেমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট প্রশ্ন

প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। তোমাদের অষ্টম শ্রেণির প্রথম সপ্তাহের উল্লেখিত বিষয়ে কর্ম ও জীবনমুখী শিক্ষা আজকের অধ্যায় অধ্যায়ের শিরোনাম হলো মেধা কায়িক শ্রম ও আত্মা অনুসন্ধান। উক্ত অধ্যায়ে থেকে নির্ধারিত অ্যাসাইনমেন্ট বা কাজ নিচে উল্লেখ করা হলো। যাতে করে তোমরা প্রশ্ন অনুধাবন করে এসাইনমেন্ট এর উত্তর তৈরি করতে পারো।

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ

  • বিদ্যালয়ের পাঠাগার শিক্ষার্থীরা লেখাপড়া করছে।
  • শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে।
  • শ্রেণীতে শিক্ষক পাঠদান করছে।
  • শিক্ষক বই বিতরণ করছেন।

এই চারটি চিত্র অঙ্কন করে কোনটি কায়িক শ্রম ও কোনটি মেধা শ্রম এবং কেন? তা লিখতে হবে।

অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহে অ্যাসাইনমেন্ট এর উত্তর 2021।

অষ্টম শ্রেণীর পঞ্চম সপ্তাহের কর্মজীবন মুখী শিক্ষা এসাইনমেন্ট এর প্রশ্নের আলোকে উত্তর প্রকাশ করা হলো। আমরা প্রতিবারের মতো এবারও অষ্টম শ্রেণির সপ্তাহের ও জীবনমুখী শিক্ষা সোহেল অ্যাসাইনমেন্টের নির্ভরতা তৈরি করেছি। আমরা এখানে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য কার্টুনের ছবি প্রকাশ করলাম তোমরা এখান থেকে দেখে দেখে পেন্সিল দিয়ে ছবি অঙ্কন করে তারপর উত্তর লিখবে। অ্যাসাইনমেন্ট এর উত্তর ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

উল্লেখিত প্রশ্নের ক নং এ ছিল বিদ্যালয়ের পাঠাগার শিক্ষার্থীরা পড়ালেখা করছে।

উত্তর

বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছে এটি আসলে মেধাশ্রম। কারণ এখানে শিক্ষার্থীদের কোনো কাজ বা শারীরিক পরিশ্রম করতে হচ্ছে না। তারা বসে বসে পড়ালেখা করছে অর্থাৎ মেধার মাধ্যমে মানসিক বিকাশ ঘটছে। তাই এটি একটি মানসিক বা মেধাশ্রম ।

উল্লেখিত প্রশ্নের খ নং আছে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছে।

এটি আসলে একটি কাইক শ্রম। কারণ এখানে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ পরিষ্কার করার জন্য শারীরিক ভাবে পরিশ্রম করতে হচ্ছে। যেমন কেউ হাত দিয়ে ময়লা পরিষ্কার করছে কেউ সেগুলো বাহিরে ফেলে দিচ্ছে কেউ আবার শ্রেণিকক্ষ ঝাড়ু দিচ্ছে। এই সব কাজই হলো কায়িক শ্রম বা শারীরিক পরিশ্রমের মাধ্যমে তারা করছে।

 উল্লেখিত গ নং প্রশ্ন হল শ্রেণীতে শিক্ষক পাঠ দান করছে।

এটি আসলে একটি মানসিক বা মেধাশ্রম। কারণ এখানে শিক্ষক তার মেধা খাটিয়ে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করছে। চাঁদ এখানে তার কোন শারীরিক পরিশ্রমের প্রয়োজন হচ্ছে না শুধু মানসিক বা মেধা শ্রম ‍দিয়ে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন।

উল্লেখিত প্রশ্ন ঘ নং হল শিক্ষক বই বিতরণ করছেন।

এখানে শিক্ষক হাত দিয়ে ছাত্র-ছাত্রীদেরকে বই বিতরণ করছে। অর্থাৎ তিনি তার শরীরের অঙ্গ ব্যবহার করছেন এবং শারীরিক ভাবে পরিশ্রম করছেন। তাই এটি একটি কায়িক শ্রম বা শারীরিক শ্রম।

৮ম শ্রেণীর ৫ম সপ্তাহ কর্ম জীবনেমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট পিডিএফ ডাউনলোড

প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চাইলে কোনো রকম খরচ ছাড়াই আমাদের allexamresult.com ওয়েবসাইট থেকে অষ্টম শ্রেণির পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট এর উত্তর পিডিএফ ডাউনলোড করতে পারো। তোমাদের জন্য আমরা বিজ্ঞান বিষয়ের উত্তরের এইচডি ফরমেটের পিডিএফ ছবি প্রদান করেছি। যাতে করে তোমরা অফলাইন থেকে আমাদের দেয়া পিডিএফ এর উত্তর থেকে দেখে অ্যাসাইনমেন্টে লিখতে পারো।

এছাড়াও এই ওয়েবসাইট থেকে তোমরা অষ্টম শ্রেণির পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ের টপিকসের পিডিএফ পাবে। নবম শ্রেণির বিজ্ঞান বিষয়ের উত্তর এবং প্রশ্নের পিডিএফ পেতে এখানে ক্লিক করুন

সকল পোস্টের আপডেট পেতে ‍নিচের ফেসবুক আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেইজে জয়েন করুন।

Check Also

৯ম শ্রেণি [৩য় সপ্তাহ] ব্যবসায় উদ্যোগ এসাইনমেন্ট উত্তর 2022। পিডিএফ উত্তর ডাউনলোড করুন এখানে

আজ নবম শ্রেণির 2022 সালের শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত ব্যবসায় …