অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ। এসএসসি 2021 ফিন্যান্স ও ব্যাংকিং ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর

এসএসসি 2021 সালের পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের জন্য নির্ধারিত ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট এর সঠিক এবং পূর্ণাঙ্গ উত্তর প্রকাশ করা হলো। যে সকল শিক্ষার্থীরা এসএসসি ফিন্যান্স ও ব্যাংকিং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নির্ভরযোগ্য এবং নির্ভুল উত্তর খুজছেন। তারা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। কেননা একমাত্র আমরাই আমাদের বিশেষজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা এসএসসি 2021 সালের প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর সঠিক উত্তর প্রদান করে থাকি। ফলে আমাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিটি বিষয়ের অ্যাসাইনমেন্টের উত্তর ছাত্র ছাত্রীদের এসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ নম্বর পেতে সহযোগিতা করে। এসএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফিন্যান্স ও ব্যাংকিং চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর পেতে নিচের অংশ ভালভাবে পড়ুন।

এসএসসি 2021 ফিন্যান্স ও ব্যাংকিং চতুর্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট প্রশ্ন

ছাত্র-ছাত্রীদের বোঝার সুবিধার্থে এসএসসি 2021 সালের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্টের উত্তর প্রদানের পূর্বে প্রশ্ন দেয়া হলো। যাতে করে ছাত্র-ছাত্রীরা প্রশ্নের নং অনুযায়ী অ্যাসাইনমেন্টের উত্তর ডাউনলোড করে নিতে পারে। আমাদের ওয়েবসাইট থেকে উত্তর ডাউনলোড করার পূর্বে অবশ্যই প্রশ্ন ভালোভাবে দেখে বুঝে পরবর্তীতে উত্তর ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট খাতায় উত্তর তুলে নিবেন।

প্রশ্নঃ

অ্যাসাইনমেন্টঃ

অর্থের বর্তমান মূল্য ও বিনিয়োগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতা বিশ্লেষণ।

নির্দেশনাঃ

অ্যাসাইনমেন্ট প্রণয়নের ক্ষেত্রে নিক্ষের বিষয়গুলাের যথাযথ ব্যাখ্যা ও নির্ধারিত সমস্যার যথাযথ সমাধান বিবেচনায় নিতে হবে –

  1. উদাহরণসহ অর্থের বর্তমান মূল্য ও বার্ষিক বাট্টাকরণ প্রক্রিয়ার ব্যাখ্যা।
  2. উদাহরণসহ বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য নির্ণয়ের প্রক্রিয়া ব্যাখ্যা।
  3. সমস্যা:নিরাপদ লিমিটেড ৩ বছর পর ১৫ লক্ষ টাকার মেশিন ক্রয়ের উদ্দেশ্যে এখনই প্রয়ােজনীয় অর্থ ব্যাংকে বিনিয়ােগ করতে ইচ্ছুক। ‘অভয় ব্যাংক ১০% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে এবং উদয় ব্যাংক ৯.৫০% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিবে। প্রতিষ্ঠানটি অর্থ বিনিয়ােগের জন্য যে কোনাে একটি ব্যাংক নির্বাচন মতে চায়। অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতার ভিত্তিতে দুটি ব্যাং েনধ্যেকোনটিতে বিনিয়ােগ করা যৌক্তিক হবে তা বিশ্লেষণ করতে হবে।

এসএসসি চতুর্থ সপ্তাহ ফিন্যান্স ও ব্যাংকিং এসাইনমেন্ট উত্তর 2021

প্রিয় এসএসসি 2021 সালের পরীক্ষায় অংশগ্রহণকারী ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা। চলুন দেরী না এসএসসি চতুর্থ সপ্তাহের ফিন্যান্স ও ব্যাংকিং অ্যাসাইনমেন্ট এর পূর্ণাঙ্গ উত্তর দেখে নেয়া যাক। এখানে আমরা প্রশ্নে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী প্রশ্নের নং অনুসারে উত্তর প্রকাশ করেছি। ফলে ছাত্রছাত্রীদের প্রশ্নের নং অনুযায়ী প্রশ্নের সাথে মিলিয়ে উত্তর ডাউনলোড করার জন্য পরামর্শ প্রদান করা হলো।

উত্তরঃ

(ক) অর্থের বর্তমান মূল্য ও বাট্টাকরণ প্রক্রিয়ারঃ

ভবিষ্যতের একটি নির্দিষ্ট পরিমাণে টাকা বাট্টাকরণের মাধ্যমে আজকের বর্তমান মূল্য কত তা নির্ণয় করাকে অর্থের বর্তমান মূল্য বলে। ভবিষ্যতে নির্দিষ্ট সময়ান্তে প্রাপ্য টাকার বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বাট্টাকরণ বলে। বাট্টাকরণ পদ্ধতিতে প্রতিবছর ভবিষ্যৎ সুদাসলকে সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয়। অর্থের বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্যের পার্থক্যকারী উপাদানটি হলাে মুনাফার হার। ভবিষ্যৎমূল্য জানা থাকলে নিচের সূত্রটি প্রয়ােগ করে খুব সহজেই বর্তমান মূল্য নির্ণয় করা যায়।

সূত্রটি হলােঃ

(খ) বার্ষিক বাট্টাকরণ ও বছরে একাধিকবার বাট্টাকরণের প্রক্রিয়ারঃ

ভবিষ্যৎমূল্য জানা থাকলে আমরা বর্তমান মূল্য বের করতে পারি। একে বলে বাট্টাকরণ প্রক্রিয়া। একাধিকবার চক্রবৃদ্ধির ক্ষেত্রে ভবিষ্যৎমুল্য থেকে বাটাকরণের মাধ্যমে বর্তমানমূল্য নির্ণয় করা যায়। উদাহরণের সাহায্যে বার্ষিক বাছাকরণ ও বছরে একাধিকবার বাটকরণ প্রক্রিয়া দেখানাে হলাে আজ থেকে ৩ বছর পর আমার ২০,০০০ টাকা প্রয়ােজন হবে। এ জন্য আমি কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাই। ঢাকা ব্যাংক আমাকে বাষিক ১০০% সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং উত্তরা ব্যাংক আমাকে মাসিক ৯.৫% চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে সঠিক সিধান্ত গ্রহণের জন্য আমি প্রথমে দুটি প্রস্তাবেরই বর্তমানমূল্য বের করবাে

(ঘ) অর্থের বর্তমান মূল্য ও বিনিয়ােগ সিদ্ধান্তের পারস্পরিক নির্ভরশীলতাঃ

নিরাপদ লিমিটেড ৩ বছর পর ১৫,০০,০০০ টাকার মেশিন ক্রয় করার উদ্দেশ্যে প্রয়োজনীয় অর্থ। এখনই ব্যাংকে বিনিয়ােগ করতে চান। এ উদ্দেশ্যে উভয় ব্যাংক বার্ষিক ১০% চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে যার বর্তমান মূল্য ১১,২৬,৯৭২.২০ টাকা (গ হতে এবং উদয় ব্যাংক ৯.৫০% মাসিক চক্রবৃদ্ধি মুনাফা দিতে প্রস্তাব করেছে যার বর্তমান মূল্য ১১.৩১,৮১১.২১ টাকা (গ হতে)। এখনে লক্ষণীয় যে, “উদয় ব্যাংক’-এ টাকা বিনিয়ােগ করলে উভয় ব্যাংক’-এ তুলনায় (১১,৩১,৮১৯.২১ -১১,২৬,৯৭২-২০) ৪৮৪৭.০১ টাকা বেশি বিনিয়ােগ করতে হবে। সুতরাং নিরাপদ লিমিটেড এর জন্য ‘উভয় ব্যাংক’ এ বিনিয়ােগ করা যুক্তিযুক্ত।

আরও দেখুনঃ

এসএসসি 2021 ব্যবসায় উদ্যোগ ৪র্থ সপ্তাহ অ্যাসাইনমেন্ট উত্তর।  ‍SSC Commerce Group Assignment-2021

Check Also

তােমার পরিবারের সদস্যদের স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে যে অনুজীবগুলােকে দায়ী মনে করছ,…..

সপ্তম শ্রেণি 2022 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের জন্য নির্ধারিত বিজ্ঞান অ্যাসাইনমেন্টের নির্ভুল এবং পূর্ণাঙ্গ উত্তর …